শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ২২:১৭

লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ু মিছিল ও চারঘন্টা সড়ক অবরোধ

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
লক্ষ্মীপুরে সড়ক সংস্কারের দাবিতে ঝাড়ু মিছিল ও চারঘন্টা সড়ক অবরোধ

লক্ষ্মীপুরের সদর উপজেলার বটতলী-দত্তপাড়া সড়ক সংস্কারে অনিয়ম ও নিম্নমানের কাজের অভিযোগ তুলে ঝাড়ু হাতে রাস্তায় নেমে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় লোকজন। এই দাবিতে বিক্ষোভকারী ব্যক্তিরা বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) চার ঘণ্টা ধরে ঢাকা-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন।

দুপুর ১টায় বটতলী এলাকায় জড়ো হন ক্ষুব্ধ গ্রামবাসী। এ সময় তারা ঝাড়ু হাতে মিছিল করে নানা স্লোগান দিতে থাকেন। পরে বিক্ষুব্ধ এলাকাবাসী আঞ্চলিক মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। এতে চরম দুর্ভোগে পড়েন স্কুল শিক্ষার্থী, রোগীবাহী যান ও কর্মজীবীরা।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে এক পর্যায়ে বেলা দেড়টার দিকে এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করেন। প্রশাসনের পক্ষ থেকে কাজের মান যাচাই ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পরিস্থিতি শান্ত করেন তিনি।

স্থানীয় লোকজনের অভিযোগ, সদর উপজেলার বটতলী-দত্তপাড়া সড়ক দু মাস আগে সংস্কার করে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি)। সংস্কারের পরপরই রাস্তাটি দেবে গেছে। ফেটে গেছে কার্পেটিং।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কার্যালয় সূত্রে জানা যায়, বটতলী-দত্তপাড়া সড়কের সংস্কার কাজ গত বছরের নভেম্বর মাসেই ঠিকাদার সম্পন্ন করেন। প্রায় দু কিলোমিটার দীর্ঘ এই সড়কে কার্পেটিংয়ের কাজের জন্যে ব্যয় ধরা হয় ১ কোটি ৮০ লাখ টাকা। কাজটি করার জন্যে কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান মজিবুর ট্রেডার্সকে।

বিক্ষোভকারী মো. ফয়সাল ও মো. কাদের বলেন, "সড়ক সংস্কারের নামে জনগণের করের টাকা লুটপাট করা হচ্ছে। ঠিকাদার আর প্রকৌশলীদের যোগসাজশেই এই নিম্নমানের কাজ হচ্ছে। বারবার অভিযোগ দিয়েছি, কিন্তু কেউ শুনতে চায়নি আমাদের কথা।"

বিক্ষোভকারী ব্যক্তিরা আরও অভিযোগ করেন, কাজ চলাকালে কোনো ধরনের তদারকি ছিলো না। সংশ্লিষ্ট দপ্তরের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের কাউকে সরেজমিন দেখা যায়নি। ঠিকাদার নিজের খেয়ালখুশিমতো কাজ চালিয়ে গেছেন।

লক্ষ্মীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী বলেন, "দেড় মাস হয়েছে লক্ষ্মীপুরে যোগদান করেছি। এই কাজ এর আগে করা হয়েছে। নিম্নমানের অভিযোগ ওঠার কারণে ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি। বিষয়টি দ্রুত সরেজমিন দেখার জন্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি লেখা হয়েছে।"

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়