প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:৫৪
শ্রীমঙ্গলে শিক্ষা অফিসারকে বিদায় সংবর্ধনা

লভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধনের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
শনিবার (৩ জানুয়ারি ২০২৬) শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন। উপজেলা একাডেমিক সুপারভাইজার সঞ্চিত কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দিলীপ কুমার দীর্ঘদিন যাবৎ শ্রীমঙ্গল উপজেলায় কর্মরত ছিলেন। তিনি এ উপজেলায় থাকাকালীন সময়ে তিনি শিক্ষার উন্নয়নে অবদান রেখেছেন।
বিদায়ী শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন শুভেচ্ছা বক্তব্যে বলেন,
প্রতিটি বিদায় মানে একটি নতুন শুরুর বার্তা।
আমি আজ অবসরজীবনে বিদায় নিচ্ছি, কিন্তু শ্রীমঙ্গলের স্মৃতিগুলো চিরকাল হৃদয়ে থাকবে।
শিক্ষা প্রতিষ্ঠানের কর্ম আমি ছেড়ে গেলেও শিক্ষার আলো আমাদের পথ দেখাবে চিরকাল।
বিদায় মানেই শেষ নয়, এটি কেবলই বেদনার।
বিদায় শুধু শারীরিক দূরত্ব সৃষ্টি করে, হৃদয়ের বন্ধন কখনো বিচ্ছিন্ন হয় না। আমি আপনাদের কাছে ঋণী আমার কর্মজীবনে আপনাদের পাশে পেয়েছি সবসময়।







