প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:২৬
শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বাল্যবিবাহ প্রতিরোধে কার্যক্ষম শুরু করেছে বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখা।
|আরো খবর
সোমবার (৫ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় সংগঠনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল শ্রীমঙ্গল কার্যালয় পরিদর্শনে আসলে তাঁকে দেওয়া এক সংবর্ধনা সভায় এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশন।
সংগঠনের সভাপতি সভাপতি মুছাদ্দিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমজাদ হোসেন বাচ্চুর সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি মানবাধিকার ফাউন্ডেশনের মহাসচিব কবি রবিউল ইসলাম সোহেল বলেন, “মানবাধিকার রক্ষা ও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে আমাদের সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। সমাজ থেকে অন্যায়, অবিচার ও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি দূর করতে সংগঠিত আন্দোলন প্রয়োজন।”
এ সময় তিনি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ, প্ল্যাকার্ড প্রদর্শন ও ভয়েস কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম, সংগঠনের সহ-সভাপতি গোলাম রহমান মামুন, সহ-সভাপতি ইনাম উল্লা খাঁন, সহ-সভাপতি সিরাজুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, সহ-সাধারন সম্পাদক আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মুহিবুর রহমান জুয়েল, দপ্তর সম্পাদক সালাউদ্দিন দুলাল, সহ-দফতর সম্পাদক আশিস রবিদাস প্রমুখ।







