প্রকাশ : ০৬ জানুয়ারি ২০২৬, ২২:২১
বিশ্বনাথে প্রবাসী আজিজুর রহমানের কল্যাণে অসহায় ৭ পরিবার পেলো স্থায়ীভাবে সুপেয় পানির ব্যবস্থা

সিলেটের বিশ্বনাথ উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর বাহাদুরমালা পাড়ায় ৭টি অসহায় পরিবারকে সুপেয় নিরাপদ খাবার পানির ব্যবস্থা করে দিয়েছেন মানবিক সংগঠন সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা বৃটেন প্রবাসী মো. আজিজুর রহমান।
সোনাপুর চ্যারিটি গ্রুপের ব্যবস্থাপনায় সম্প্রতি (২৬ ডিসেম্বর ২০২৫) অসহায় ৭ পরিবারকে গভীর নলকূপ স্থাপন করে হস্তান্তর করেন সংগঠনের কোষাধ্যক্ষ আতাউর রহমান সহ অন্য সদস্যবৃন্দ।
উল্লেখ্য, বিগত ৩-৪ বছর ধরে উপজেলার ১নং লামাকাজী ইউনিয়নের সোনাপুর বাহাদুরমালা পাড়ার নিরঞ্জন দাস, বিরু দাস, সত্য, স্বপন, বিজয় এবং সমীরণ সহ ৭টি পরিবারের সদস্যগণ বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগ পোহাচ্ছিলেন। পানির জন্যে তারা প্রায়ই অন্যের টিউবওয়েল থেকে পানি সংগ্রহ করতেন, যা তাদের দৈনন্দিন জীবিকার জন্যে একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিলো। তাদের সমস্যাটি সমাধানে এগিয়ে আসেন সোনাপুর চ্যারিটি গ্রুপের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব আজিজুর রহমান। তাঁর দেয়া এই ডীপ টিউবওয়েলটি পরিবারগুলোর জন্যে এক মহান উপহার হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও বন্যা, করোনা, অসহায় শিক্ষার্থীদের শিক্ষা উপক্রম, অসুস্থদের স্বাস্থ্য সহায়তা, শীতকালে শীত বস্ত্র বিতরণ সহ বিভিন্ন দুর্যোগে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে ব্রিটেন প্রবাসী আজিজুর রহমানের অর্থায়নে পরিচালিত সোনাপুর চ্যারিটি গ্রুপ।








