বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৫৫

রামগঞ্জে নির্বাচনি টকশোতে জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি।।
রামগঞ্জে নির্বাচনি টকশোতে জুতা প্রদর্শন, হাতাহাতি-উত্তেজনা

লক্ষ্মীপুরের রামগঞ্জে নির্বাচনী টকশোতে উন্মুক্ত প্রশ্ন করায় প্রশ্নকারীকে জুতা প্রদর্শনের ঘটনায় হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। জানা গেছে, স্টার নিউজের প্রতিবেদক ফারাবি হাফিজের উপস্থাপনায় লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সদ্য বিলুপ্ত বিএলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জামায়াতের প্রার্থী নাজমুল হাসান পাটওয়ারী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে নিয়ে এই টকশোর আয়োজন করা হয়।

প্রত্যক্ষদর্শী ও উপস্থিত রাজনৈতিক নেতাকর্মীরা জানান, ঘটনার সময় তেজগাঁও কলেজের এক শিক্ষার্থী আল আমিন ইসলামী আন্দোলনের প্রার্থী জাকির হোসেন পাটওয়ারীকে বিগত দিনে জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত থাকা নিয়ে প্রশ্ন করেন। এই ঘটনাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলনের একজন সমর্থক ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষার্থীকে উদ্দেশ্যে করে জুতা প্রদর্শন করে। এ নিয়ে উত্তেজনা শুরু হয়। পরে অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের সাথে ইসলামী আন্দোলনের মধ্যে উত্তেজনা, হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে চেয়ার ছোড়াছুড়ির ঘটনাও ঘটেছে।

ইসলামী আন্দোলনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব শেখ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি দুঃখজনক। প্রশ্নটি পরিকল্পিত ছিলো। এর প্রেক্ষিতে যে ঘটনা ঘটেছে, তাতে আমাদের দলের কেউ যদি দায়ী থাকে, আমরা সে ব্যাপারে সাংগঠনিক ব্যবস্থা নেবো। পরবর্তীতে চেয়ার ছোড়াছুড়ি ও আমাদের কর্মীদের গায়ে হাত তোলা হবে কেন? পেশীশক্তি দেখানোর বহিঃপ্রকাশ নিয়ে আমরা শঙ্কিত।

রামগঞ্জ পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, একটি ছেলে ইসলামী আন্দোলনের প্রার্থীকে প্রশ্ন করায় চরমোনাইয়ের এক সমর্থক ক্ষিপ্ত হয়ে জুতা প্রদর্শন করে। পরে আমরা তাকে শান্ত করার জন্যে যাই। এরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে কেউই কারো ওপর হামলা করেনি। আহত বা অন্য কোনো ঘটনা ঘটেনি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বড়ো ধরনের কোনো ঘটনা ঘটেনি। একটি প্রশ্নকে ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে। পরে তা সমাধানও হয়ে গেছে। এ ঘটনায় কেউ আহত নেই।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়