মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৫, ১৬:০৪

মহান বিজয় দিবসে লক্ষ্মীপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

তাবারক হোসেন আজাদ, লক্ষ্মীপুর।।
মহান বিজয় দিবসে লক্ষ্মীপুরে শহীদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন

দেশের স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গকারী বীর শহীদদের প্রতি পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেছে লক্ষ্মীপুরে জেলা ও উপজেলার সরকারি দফতর, রাজনৈতিক দল, বিভিন্ন পেশাজীবী সংগঠনসহ সর্বস্তরের লোকজন।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জেলা প্রশাসক কার্যালয়ের পাশে একত্রিশবার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে অঙ্গীকার পাদদেশে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক (ডিসি) এসএম মেহেদী হাসান, জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার (এসপি), উপপরিচালক মো. জসীম উদ্দিন, অতিটিক্ত জেলা প্রশাসক সম্রাট খীসা, মো. মেজবাহ উল আলম ভুঁইয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষে ডিসিসহ জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সদস্যরা, পুলিশ সুপার (এসপি) মো. আবু তারেক, অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, মোহাম্মদ রেজাউল হক ও রায়পুরের ইউএনও মেহেদী হাসান কাউছারসহ কর্মকর্তাগণ।

পর্যায়ক্রমে শ্রদ্ধা নিবেদন করে লক্ষ্মীপুর সরকারি কলেজ, সরকারি মহিলা কলেজ, সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিক্ষা প্রকৌশল অধিদফতর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা আইনজীবী সমিতি, লক্ষ্মীপুর প্রেসক্লাব ও সাহিত্য একাডেমি।

সরকারি দফতরের মধ্যে শ্রদ্ধা নিবেদন করে সিভিল সার্জন কার্যালয়, সরকারি হাসপাতাল, জেলা পরিবার পরিকল্পনা অধিদফতর, সদর উপজেলা প্রশাসন, সিআইডি লক্ষ্মীপুর জেলা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জেলা মৎস্য অধিদফতর, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, সড়ক বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত বিভাগ, ইসলামিক ফাউন্ডেশন, জেলা রেজিস্ট্রারের কার্যালয়, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স।

সরকারি দফতরের মধ্যে আরও শ্রদ্ধা নিবেদন করে পরিবেশ অধিদফতর জেলা কার্যালয়, কৃষি সম্প্রসারণ অধিদফতর লক্ষ্মীপুর, প্রবাসী কল্যাণ ব্যাংক, মহিলা বিষয়ক অধিদফতর জেলা কার্যালয়, জেলা সমাজসেবা কার্যালয়, জেলা সমবায় কার্যালয়, জেলা খাদ্য বিভাগ, লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএ লক্ষ্মীপুর, বিটিসিএল লক্ষ্মীপুর, বিসিক জেলা কার্যালয়, তথ্য ও প্রযুক্তি অধিদফতর লক্ষ্মীপুর, জেলা প্রাণিসম্পদ দফতর, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড লক্ষ্মীপুর, কৃষি বিপণন অধিদফতর লক্ষ্মীপুর।

রাজনৈতিক দলের মধ্যে লক্ষ্মীপুর জেলা বিএনপি, জেলা মহিলা দল, নাগরিক ঐক্য সহ অন্য রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন।

এ ছাড়াও শ্রদ্ধা নিবেদন করে বাংলাদেশ রেডক্রিসেন্ট লক্ষ্মীপুর ইউনিট, ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, পল্লী বিদ্যুৎ সমিতি-২, এনজিও সমন্বয় পরিষদ, এনজিও ফাউন্ডেশন, সচেতন নাগরিক কমিটি (সনাক), বাংলাদেশ জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন, কালেক্টরেট কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, বাংলাদেশ প্রাইভেট হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, স্বেচ্ছাসেবী সংগঠনগুলো, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক কর্মচারী ইউনিয়ন লক্ষ্মীপুর জেলা।

এরপর সকাল ৮টায় লক্ষ্মীপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শিত হয়। অন্য কর্মসূচির পাশাপাশি দিবস উপলক্ষে ১৬ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত সদরে আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও রায়পুর উপজেলা পরিষদ কমপ্লেক্স মাঠে তিন দিনব্যাপী বিজয় মেলার (চারু, কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের) আয়োজন করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়