রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫২

সহকারী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

বিশেষ সংবাদদাতা
সহকারী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

কুমিল্লায় বাংলাদেশ রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী ও চাঁদপুর শহরের বাসিন্দা লিয়াকত আলী মজুমদারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ১২টায় কুমিল্লা রেল স্টেশন সংলগ্ন সহকারী নির্বাহী প্রকৌশলী কার্যালয়ের প্রাঙ্গণে এই সংবর্ধনার আয়োজন করে অত্র কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ রেলওয়ের প্রধান নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম (পূর্ব) মো. তানভিরুল ইসলাম।

তিনি বলেন, লিয়াকত আলী মজুমদার রেলওয়ের এই অঞ্চলের জন্য ছিলেন একটি প্রতিষ্ঠান। তাঁর হাত ধরে অনেক কর্মকর্তা ও কর্মচারী কাজ শিখেছেন। রেলওয়ের কাজকে তিনি নিজের মত করে নিয়েছেন এবং সব সময় সার্বিক সহযোগিতা দিয়েছেন।

তানভিরুল ইসলাম আরো বলেন, লিয়াকত আলী মজুমদার একজন সফল ব্যক্তি। তাঁর কর্মদক্ষতা ও ইতিবাচক দৃষ্টিভঙ্গি তাঁকে সবার কাছে আলাদা করেছে। পূর্বাঞ্চলের সকল এসএসএই-এর মধ্যে তাঁর অবস্থান ছিল বিশেষভাবে উজ্জ্বল।

সভাপতিত্ব করেন সহকারী নির্বাহী প্রকৌশলী কুমিল্লা মো. আকরাম আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় প্রকৌশলী (১) চট্টগ্রাম আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন এবং চট্টগ্রাম বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. আনিছুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোসেন বলেন, আমরা একাডেমিকভাবে যে পড়াশোনা করেছি তাতে বাস্তব অভিজ্ঞতা ছিল না। কিন্তু কর্মজীবনের শুরুতে বাস্তব কাজের ক্ষেত্রে লিয়াকত আলী মজুমদারের সহযোগিতা পেয়ে আমি দারুণভাবে উপকৃত হয়েছি।

আরো বক্তব্য রাখেন রেলওয়ের চট্টগ্রাম ও লাকসামের টিআই মহিউদ্দিন মুকুল, বাংলাদেশ রেলওয়ে এমপ্লোয়ীজ লীগের কার্যকরী সভাপতি মো. সেলিম পাটোয়ারী, রেলওয়ে লাকসামের নিরাপত্তা বাহিনীর উপ-পরিদর্শক (এসআই) মঞ্জুরুল ইসলাম ও ট্রাফিক পরিদর্শক গোলাম সরোয়ার।

IMG-20250914-WA0009

লিয়াকত আলী মজুমদারের কর্মময় জীবনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন কুমিল্লার হেড মেট মো. মিজানুর রহমান ও ওয়েম্যানদের পক্ষে মো. রাশেদুল হক ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। বিদায়ী অতিথি লিয়াকত আলী মজুমদারকে সম্মাননা স্মারক প্রদান করেন প্রধান নির্বাহী প্রকৌশলী চট্টগ্রাম (পূর্ব) মো. তানভিরুল ইসলাম।

এছাড়াও অন্যান্য অতিথিকে আয়োজকদের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সবশেষে বিদায়ী অতিথিকে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপহার প্রদান করেন।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়