প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৫, ১৫:২৬
মৌলভীবাজারে ডিউটিরত অবস্থায় এক এসআই'র মৃত্যু

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ডিউটিরত অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পুলিশের এসআই আলমগীর হোসেনের মৃত্যু হয়েছে।
|আরো খবর
সোমবার (১ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর পুলিশ ক্যাম্পে দায়িত্বরত অবস্থায় এসআই আলমগীর হোসেন অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত আলমগীর হোসেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ পুলিশের কনস্টেবল পদে যোগদান করেন। মৃত্যুকালে তিনি ২ মেয়ে, এক ছেলে ও স্ত্রীকে রেখে গেছেন। তার অকাল মৃত্যুতে জেলা পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।