প্রকাশ : ০২ আগস্ট ২০২৫, ১২:৫০
নিখোঁজের ৩ মাস ২১দিন পর উদ্ধার হাফেজ আশরাফুল

লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ১০নং ভাটরা ইউনিয়নের নলচারা বাঘার বাড়ির হাফেজ মো. আশরাফুল সালেহীন (১২)কে নিখোঁজ হওয়ার ৩ মাস ২১ দিন পর শুক্রবার (১ আগস্ট ২০২৫) ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় উদ্ধার করা হয়েছে।
হাফেজ আশরাফুলের বাবা চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদের মোয়াজ্জিন হাফেজ মো. বেলাল হোসেন সাংবাদিকদের জানান, আমার একমাত্র ছেলে হাফেজ মো. আশরাফুল সালেহীন গত ১১ এপ্রিল শুক্রবার সকাল ৯ টা ৩০ মিনিটে ঢাকা তার বোনের বাসা থেকে বাড়ি আসার উদ্দেশ্যে বের হয়ে ঢাকা সদরঘাট পৌঁছালে তারপর থেকে তার আর কোনো সন্ধান পাওয়া যায় নি। দীর্ঘ ৩ মাস ২১ দিন পর আমরা তাকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফিরে পাই। তিনি আরো বলেন, গত সপ্তাহের কোনো একদিন অজ্ঞাতনামা এক ব্যক্তি হাফেজ আশরাফুলকে ঢাকার মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় আমার ছেলেকে ফিরে পেয়েছি। তিনি আরো বলেন, বিস্তারিত পরে জানানো হবে।