প্রকাশ : ২৮ অক্টোবর ২০২১, ২০:৩৫
গোবিন্দপুর উত্তরে পুতুল সরকারের নির্বাচনী উঠোন বৈঠক

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে নিরলসভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন ফরিদগঞ্জের ৯নং গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী মো. পুতুল সরকার। ২৮ অক্টোবর বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের ৫নং ওয়ার্ডের আরফান আলী মিজি বাড়িতে নির্বাচনী উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি হাজী মো. বদিউজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তরুণ প্রার্থী মো. পুতুল সরকার। বক্তব্যে তিনি বলেন, 'এই ইউনিয়ন একটি শান্তিপূর্ণ ইউনিয়ন। মুরুব্বিদের ভালোবাসা সঙ্গে নিয়ে আগামী প্রজন্মকে সুন্দর একটি ইউনিয়ন উপহার দিতে আমি বদ্ধপরিকর। আওয়ামীলীগের দলীয় প্রতীকে নির্বাচন করতে নিশ্চয়ই আমাকে সুযোগ দেবেন নেত্রী। এজন্য সকলের দোয়া ও সমর্থন আশা করছি।'
|আরো খবর
উঠোন বৈঠকে আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবলীগের সাবেক সহ-সভাপতি মো. আহাদ খান জুয়েল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র, ৬নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. আলম মিজি, ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. স্বপন খানসহ ইউনিয়ন আওয়ামীলীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
এ সময় উঠোন বৈঠকে উপস্থিত সকলে সমস্বরে বলেন, ৫নং ওয়ার্ডের জনগণ আসন্ন ইউনিয়ন নির্বাচনে নৌকার মাঝি হিসেবে আপনাকে দেখতে চায়।