প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ২২:২৯
পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ মাঝির জানাজা ও দাফন

পুরাণবাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইউনুছ মাঝির জানাজা ও দাফন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৬) বাদ জোহর পুরাণবাজার বড় মসজিদ সংলগ্ন রাস্তায় জানাজার নামাজে ইমামতি করেন মাও. ইব্রাহীম খলিল মাদানী।
জানাজার পূর্বে বক্তব্য রাখেন পুরাণবাজার বড় মসজিদ কমিটির সভাপতি আব্দুল হামিদ মাষ্টার ও মরহুমের ছেলে মোশারফ হোসেন মানিক। এ পর্বটি পরিচালনা করেন অ্যাড. ইয়াসিন আরাফাত ইকরাম। জানাজায় অংশগ্রহণ করেন চাঁদপুর শহরের বিভিন্ন ব্যবসায়ী, রাজনীতি নেতৃবৃন্দ সহ মুসল্লিরা।
পুরাণবাজার টিনবাজার এলাকা নিবাসী ইউনুছ মাঝি দীর্ঘদিন ধরে সুনামের সাথে পুরাণবাজার এলাকায় ব্যবসা ও রাজনীতির সাথে জড়িত ছিলেন।তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন।
শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) রাত ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে মারা যান। ( ইন্না লিল্লাহে ওয়া ইন্না রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে, ১ মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে যান। শনিবার তার নিজ বাড়ি রঘুনাথপুর এলাকায় তাকে দাফন করা হয়।








