রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ১৯:২৬

হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে মৈত্রী শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান
হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানশেষে পুরস্কার বিতরণ করছেন বিদ্যালয়ের পরিচালক (অর্থ) রুহি দাস বণিকসহ অন্য অতিথিরা। ছবি : চাঁদপুর কণ্ঠ।

শিশু শিক্ষার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি ২০২৬) বিদ্যালযের নিজস্ব ক্যাম্পাসের হলরুমে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক (অর্থ) রুহি দাস বণিক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক (প্রশাসন) কাজী মো. নুরুল আলম।

অনুষ্ঠানে সড়ক

দুর্ঘটনাজনিত কারণে দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার কারণে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি রোটা. আহসান হাবীব অরুনের জন্যে বিশেষ দোয়া করা হয়।

পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠ এবং খুদে শিক্ষার্থীদের কণ্ঠে জাতীয় সংগীতের পর অনুষ্ঠিত পুরস্কার বিতরণপূর্ব আলোচনা সভায় সভাপ্রধানের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের অধ্যক্ষ দেলোয়ার হোসেন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আরিফ হোসেন ও পারুল আক্তারের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সম্ভু সাহা, শিরিন আক্তার, হানজালা মিয়াজী, মো. তারেক আজিজ, দীন ইসলাম, শাহ পরানসহ কয়েক শতাধিক অভিভাবক, শিক্ষার্থী ও অন্য সকল শিক্ষক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়