সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:৪২

মতলব উত্তরে আমেনা জহির ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে

-----ডা. দেওয়ান মো. ইমদাদুল হক মানিক

মাহবুব আলম লাভলু।।
প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে কাজ করতে হবে
মতলব উত্তরে আমেনা জহির ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীরা ও অতিথিবৃন্দ।

মতলব উত্তর উপজেলার লুধুয়ায় আমেনা জহির ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার লুধুয়া হাই স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ শ্রেণীর ১৫৬ শিক্ষার্থীর মাঝে বৃত্তি পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ ২০ শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়। এদের মধ্যে প্রথম ৫ জনকে প্রতি মাসে ১২শ' টাকা হারে, পরবর্তী ৫ জনকে প্রতিমাসে ১ হাজার টাকা করে, পরের ১০ জনকে প্রতিমাসে ৮শ' টাকা হারে বৃত্তি প্রদানের ব্যবস্থা করা হয়।

লুধুয়া স্কুল এন্ড কলেজের ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের নবীনবরণ ও মেধাবীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে লুধুয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ জাকির হোসেনের সভাপতিত্বে এবং স্কুলের সহকারী শিক্ষক হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমেনা জহির ফাউন্ডেশনের পরিচালক ও ইউনিসেফের হেল্থ ম্যানেজার ডা. দেওয়ান মো. ইমদাদুল হক মানিক।

এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. মোবারাক হোসেন, নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, লুধুয়া স্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সদস্য মাইনুদ্দিন খান, সাবেক সদস্য তোফায়েল পাটোয়ারী ও সাংবাদিক শামসুজ্জামান ডলার।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে আমেনা জহির ফাউন্ডেশনের পরিচালক ও ইউনিসেফের হেল্থ ম্যানেজার ডা. দেওয়ান মো. ইমদাদুল হক মানিক বলেন, সংবর্ধনার মাধ্যমে অনুপ্রেরণা নিয়ে প্রকৃত মানুষ হয়ে দেশের কল্যাণে সকলকে কাজ করতে হবে। দেশসেরা হবার কৃতিত্ব অর্জন করতে হবে। আমি বিশ্বাস করি, তোমরাই আগামীতে মতলবকে দেশের মধ্যে পরিচিত করে তুলবে।

সার্টিফিকেট অর্জন করাই প্রকৃত শিক্ষা নয় উল্লেখ করে আমেনা জহির ফাউন্ডেশনের অন্যতম কর্ণধার ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি আজহারুল হক মুকুল বলেন, আমাদের প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে হবে। প্রকৃত শিক্ষা সৎ ও নিষ্ঠার সঙ্গে জীবনযাপন করতে শেখায়, বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে শেখায়। লুধুয়া স্কুল এন্ড কলেজ থেকে শিক্ষা অর্জন করে অনেকেই আজ দেশের বিভিন্ন উচ্চ পর্যায়ে কর্মরত আছেন এবং সততার সঙ্গে দেশের জন্যে কাজ করছেন। আমরা বিশ্বাস করি, তোমরাও লেখাপড়া করে মানবিক গুণাবলিসম্পন্ন মানুষ হবে এবং সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়