বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ জানুয়ারি ২০২৬, ২১:০৮

ফরিদগঞ্জে অর্থ ও পেশী শক্তির জোরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ

ফরিদগঞ্জ প্রতিনিধি।।
ফরিদগঞ্জে অর্থ ও পেশী শক্তির জোরে যাতায়াতের রাস্তা বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ

পৈত্রিক সম্পত্তি দাবি করে দীর্ঘ ৬০ বছরের দখলীয় ভূমিতে বাঁশের বেড়া দিয়ে অর্থ ও পেশী শক্তির জোরে একমাত্র যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ জেঠাতো ভাইয়েরা। হুমকি ধমকির কারণে প্রাণভয়ে দিনাতিপাত করছে চাচাতো ভাইয়ের পরিবার।

শৌচাগার বন্ধ। বাচ্চারা স্কুলে যেতে পারছে না। বাড়ির লোকজন পুকুরে যেতে পারছে না। ৩/৪ দিন ধরে মানবেতর জীবনযাপন করছে মো. আইউব গংয়ের পরিবার। অবরুদ্ধ পরিবারটি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছে।

সাংবাদিকদের বিষয়টি জানানোর কারণে সাখাওয়াতকে দেশীয় অস্ত্র নিয়ে মারতে ছুটে যান প্রতিপক্ষ আবদুল মান্নান। জীবনের নিরাপত্তা চেয়ে মো. সাখাওয়াত হোছাইন বাধ্য হয়ে ফরিদগঞ্জ থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।

ঘটনাটি উপজেলার ৪নং সুবিদপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বড়গাঁও গ্রামের দৌলার বাড়িতে।

সরজমিন গিয়ে জানা যায়, মোহাম্মদ সাখাওয়াত হোছাইন গং ও আব্দুল মান্নান গং চাচাতো-জেঠাতো ভাই। মোহাম্মদ সাখাওয়াত হোছাইন গং দীর্ঘ ৬০ বছর ধরে তাদের পৈত্রিক সম্পত্তিতে ভোগদখলে আছেন। হঠাৎ করে আব্দুল মান্নান গং দাবি করেন ওই সম্পত্তিতে তাদেরও অংশ আছে। এ নিয়ে সালিস হয় এবং সার্ভে হয়। মোহাম্মদ সাখাওয়াত হোছাইন গং সার্ভে আপত্তি করলে আব্দুল মান্নান গং জোর করে সে সম্পত্তিতে বাঁশের শক্ত বেড়া দেয়। এতে করে ৩/৪ দিন মোহাম্মদ সাখাওয়াত হোছাইন গংয়ের পরিবার অবরুদ্ধ হয়ে পড়ে। এ সম্পত্তির ওপর তাদের শৌচাগার, গোসলখানা এবং যাতায়াতের রাস্তা। আইনের প্রতি শ্রদ্ধাশীল পরিবারটি প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন।

মোহাম্মদ সাখাওয়াত হোছাইন এ প্রতিবেদককে বলেন, আমরা পৈত্রিক সূত্রে দীর্ঘ ৮০/৯০ বছর উক্ত সম্পত্তি ভোগদখলে আছি। হঠাৎ করে উনারা এসে বলেন, এ সম্পত্তিতে উনাদের ভাগ আছে। ১১ জানুয়ারি উনারা জোর করে আমাদের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দেয়। কিছু বললে উনারা মেরে ফেলার হুমকি দেয়। টাকা এবং পেশী শক্তির কারণে এলাকার কেউ উনাদের অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে সাহস করে না।

মোহাম্মদ সাখাওয়াত হোছাইনের বড়োভাই মো. আইউব বলেন, উনাদের দাবি উনারা আমাদের কাছ থেকে জমি পাবেন, কিন্তু চূড়ান্ত জরিপ ছাড়া উনারা আমাদের দীর্ঘ বছরের যাতায়াতের রাস্তাটিও বন্ধ করে দিয়েছে। ওদের শক্তি বেশি, তাই আমরা নিরূপায়। আমরা প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করছি।

গৃহবধূ হাছিনা বেগম বলেন, ওরা জোর করে আমাদের যাতায়াতের রাস্তাটি বন্ধ করে দিয়েছে। ছোট ছোট ছেলেমেয়ে নিয়ে অনেক কষ্টে আছি। আমরা প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

২য় শ্রেণির শিক্ষার্থী আ. রহমান (৭) বলে, বেড়া দেয়ার কারণে আমরা স্কুলে যেতে পারছি না। আমাদের অনেক সমস্যা হয়।

অভিযুক্ত আব্দুল মান্নান বলেন, আমরা পৈত্রিক এবং ক্রয় সূত্রে ঐ সম্পত্তির মালিক। সার্ভেয়ারের মাধ্যমে সমাধান করে আমরা বেড়া দিয়েছি।

ইউনিয়ন পরিষদ সদস্য (৩নং ওয়ার্ড) ওবায়েদ বলেন, তাদের পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধ ছিলো। দীর্ঘ প্রায় ৫০ বছর উক্ত সম্পত্তি সাখাওয়াত গংয়ের দখলে ছিলো। প্রায় তিন মাস আগে মাপজরিপ হয়। ক'দিন আগে সেখানে বেড়া দেয়ার পর এখন তারা (সাখাওয়াত) মাপ নিয়ে আপত্তি তোলে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়