মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৫

এসবি খাল ব্রিজ ও মেথা রোড প্রশস্ত হচ্ছে

অবসান হবে দীর্ঘদিনের ভোগান্তি

কবির হোসেন মিজি
অবসান হবে দীর্ঘদিনের ভোগান্তি
ছবি ক্যাপশন : চাঁদপুর শহরের নতুন বাজার অভিমুখী জেএম সেনগুপ্ত রোড ও মেথা রোডের সংযোগস্থলে এসবি খালের ওপর সরু ব্রিজ এবং মেথা রোড প্রশস্তকরণের লক্ষ্যে মেথা রোডের পূর্ব পাশে থাকা বিভিন্ন দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে ফেলার দৃশ্য। ছবি : কবির হোসেন মিজি।

চাঁদপুর শহরের অন্যতম ব্যস্তগুরুত্বপূর্ণ সড়ক নতুন বাজার জেএম সেনগুপ্ত রোডস্থ এসবি খাল-এর ওপর নির্মিত কালভার্টরূপী ব্রিজটি অবশেষে প্রশস্ত হতে যাচ্ছে। একই সাথে মেথা রোডটিও প্রশস্ত হচ্ছে। দীর্ঘদিন ধরে ছোট ও সরু এই ব্রিজের কারণে প্রতিদিনই ভয়াবহ যানজট, জনভোগান্তিদুর্ঘটনার আশঙ্কা ছিলো। এবার সেই সমস্যা থেকে মুক্তি পাওয়ার আশা দেখছে শহরবাসী।

চাঁদপুর পৌরসভাজেলা পরিষদ সূত্রে জানা গেছে, আপাতত চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে এসবি খালের ওপর থাকা বর্তমান সরু ব্রিজটি দুদিকে বাড়িয়ে প্রশস্ত করা হবে। পরবর্তী ধাপে ব্রিজ সংলগ্ন মুখার্জীঘাটমুখী মেথা রোড-এর পূর্ব পাশ কয়েক ফুট বাড়িয়ে এ রোডটিও প্রশস্ত করার পরিকল্পনা রয়েছে। এতে করে এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে যানবাহন চলাচল আরও স্বাভাবিকনিরাপদ হবে বলে আশা করা হচ্ছে।

গত কয়েকদিন ধরে দেখা গেছে, মেথা রোড-এর পূর্ব পাশে থাকা বিভিন্ন দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান ও কিছু বসতঘর ভেঙ্গে অপসারণের কাজ শুরু হয়েছে।

সরজমিনে দেখা গেছে, ভাংচুরের পর সড়কের পাশে ইট, পাথরকংক্রিট-এর ধ্বংসস্তূপ পড়ে আছে এবং পৌরসভার উদ্যোগে সেগুলো সরানোর কাজ চলছে।

স্থানীয়রা জানান, নতুন বাজার অভিমুখী জেএম সেনগুপ্ত রোড এবং মেথা রোড-এর সংযোগস্থলে এসবি খালের ওপর এই ব্রিজটি আকারে ছোট ও সরু হওয়ায় রিকশা, অটোরিকশা, ভ্যান, মোটরসাইকেল এবং ছোট-বড় যানবাহন একসাথে চলাচল করতে গিয়ে প্রায় প্রতিদিনই দিনের কোনো না কোনো সময় তীব্র যানজট-এর সৃষ্টি হয়।

সবচেয়ে ভয়াবহ যানজট সৃষ্টি হয় যখন জ্বালানি তেলের লরি এবং মালবোঝাই ট্রাক এই ব্রিজটি অতিক্রম করে। বিশেষ করে সকালবিকেলের ব্যস্ত সময়ে এই এলাকায় যানজট চরম আকার ধারণ করে। অনেক সময় রোগীবাহী গাড়িজরুরি সেবার যানবাহনও দীর্ঘক্ষণ আটকে থাকে, যা শহরবাসীর জন্যে বড়ো ধরনের ভোগান্তি-র কারণ।

তবে এতোদিন এই ব্রিজসড়ক প্রশস্ত করার উদ্যোগ থাকলেও বাস্তবায়ন করা যায়নি কিছু জটিলতার কারণে।

জানা গেছে, ব্রিজ সংলগ্ন এলাকায় চাঁদপুর জেলা বিএনপির কার্যালয় এবং মিনার্ভা পূজা মণ্ডপসহ পৌরসভার ইজারাকৃত স্থাপনা থাকায় সড়ক ও ব্রিজ সম্প্রসারণ করা সম্ভব হচ্ছিলো না।

গত ৫ আগস্ট ২০২৪-এর জেলা বিএনপির কার্যালয়টি কাছেই জেএম সেনগুপ্ত রোড-এর পাশে স্থানান্তর করা হয়। ফলে সেই জটিলতা অনেকটাই কেটে গেছে। পাশাপাশি মেথা রোড-এর পূর্ব পাশে থাকা মিনার্ভা পূজা মণ্ডপটিও স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে চাঁদপুর পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা খিমাদ্রি খীশা বলেন, চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে আমরা শহরের জেএম সেনগুপ্ত রোড এবং মেথা রোড-এর সংযোগস্থলে এসবি খালের ওপর কালভার্টটি প্রশস্ত করতে যাচ্ছি।

এ লক্ষ্যে পৌরসভার জায়গায় যেসব ইজারাকৃত স্থাপনা ছিলো, সেগুলো অপসারণ করা হচ্ছে। যেহেতু এসব ইজারার মেয়াদ শেষ হয়ে গেছে, তাই আইনগত কোনো জটিলতা নেই।

আপাতত ব্রিজের কাজটি করা হবে। সামনে নির্বাচন রয়েছে, নির্বাচনের পর নতুন প্রকল্পের মাধ্যমে সড়কটিও প্রশস্ত করার কাজ শুরু করা হবে।

তিনি আরও জানান, এই প্রকল্প বাস্তবায়িত হলে নতুন বাজার, জেএম সেনগুপ্ত রোড, মেথা রোডমুর্খাজীঘাটসহ আশপাশের এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে এবং দীর্ঘদিনের যানজট সমস্যার একটি স্থায়ী সমাধান পাওয়া যাবে।

স্থানীয় ব্যবসায়ীপথচারীরা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বহু বছর ধরে তারা এই সমস্যার সমাধানের দাবি জানিয়ে আসছিলেন।

অবশেষে কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং দ্রুত কাজ শেষ করার জন্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

শহরবাসীর প্রত্যাশা, পরিকল্পনামাফিক কাজ শেষ হলে চাঁদপুর শহরের এই গুরুত্বপূর্ণ সড়কটি নতুন রূপ পাবে এবং দৈনন্দিন যাতায়াতে ফিরে আসবে স্বস্তি

DCK/MZH

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়