সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ২১:০৮

বিশিষ্ট আলেম মাওলানা আবু তাহেরের ইন্তেকাল

কামরুজ্জামান টুটুল।।
বিশিষ্ট আলেম মাওলানা আবু তাহেরের ইন্তেকাল

বিশিষ্ট

আলেমে দ্বীন আলহাজ্ব মাওলানা আবু তাহের (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। রোববার (১১ জানুয়ারি ২০২৬) বাদ জোহর তিনি তাঁর নিজ বাড়ি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের গোগরা মিজি বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না-লিল্লাহে.......রাজিউন)। সর্বজনশ্রদ্ধেয় আলেম আলহাজ্ব মাওলানা আবু তাহের ৩ ছেলে, ১ মেয়ে, হাজার হাজার ছাত্র-ছাত্রীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

বাকিলা ফাজিল মাদরাসার অবসরপ্রাপ্ত আরবি প্রভাষক আবু তাহের হাজীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা, যুবনেতা ও বাকিলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এমএ নাফের শাহের বাবা।

মাওলানা আবু তাহেরের মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে আসে। সোমবার (১২ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টায় গোগরা মিজি বাড়ি জামে মসজিদের সামনে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাঁকে দাফন করা হবে বলে মরহুমের বড়ো ছেলে এমএ নাফের শাহ নিশ্চিত করেছেন।

ক্যাপশন: আলহাজ্ব মরহুম আবু তাহের।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়