প্রকাশ : ১১ জানুয়ারি ২০২৬, ১৬:২৯
গাছ চাপায় শ্রমিকের মৃত্যু

ফরিদগঞ্জে গাছ কাটতে গিয়ে সেই গাছের নিচে চাপা পড়ে অজিউল্ল্যাহ (৭০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
|আরো খবর
রোববার (১১ জানুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তিনি পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের মৃত হাবিব উল্যার ছেলে এবং ৪ সন্তানের জনক।
মৃতের সহযোগী আরেক শ্রমিক আক্কাছ বেপারী জানান, আমরা বিভিন্ন এলাকায় গাছ কাটার কাজ করে থাকি। প্রতিদিনের ন্যায় আজকেও গাছ কাটতে গিয়ে ছিলাম গোবিন্দপুর গ্রামে। সেখানে গাছ কাটার এক পর্যায়ে দড়ি ছুটে গাছ নিচে পড়ে গেলে অজিউল্ল্যাহ গাছের নিচে চাপা পড়ে। এ সময় স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসাদুজ্জামান জুয়েল বলেন, অজিউল্ল্যাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে।
ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এমদাদ হোসেন বলেন, এ বিষয়ে এখনও কেউ আমাদের কিছু জানায় নি। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ করা হবে।








