প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ২০:৪২
ঐক্যবদ্ধ বিএনপিকে পেছনে ফেলার কেউই নেই
....... লায়ন মো. হারুনুর রশিদ

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং সদ্য দায়িত্ব নেয়া বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের দল বিএনপি। বিএনপির প্রতীক ধানের শীষ। তাই দল যাকে যখন যেই অবস্থায় মনোনয়ন দেবেন তিনিই দলের কাণ্ডারী। আমি এই কথাটি সর্বদা বিশ্বাস করি। অতীতেও করেছি, ভবিষ্যতেও করবো। তাই যারা বিএনপিকে ভালোবাসে, দলের প্রতি যাদের প্রাণের চেয়ে টান, যারা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারের নিপীড়ন নির্যাতন মামলা-হামলা সহ্য করে দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। তারা কখনো দলের বাইরে যেতে পারেন না। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি আমাকে ধানের শীষ দিয়ে আপনাদের মাঝে পাঠিয়েছে। আমি এই ধারক হয়ে আপনাদের কাছে তা পৌঁছে দিয়েছি। এখন আপনাদের দায়িত্ব হলো ভেদাভেদ ভুলে গিয়ে বিএনপির বিজয়ে কাজ করা। মনে রাখবেন, ঐক্যবদ্ধ বিএনপিকে পেছনে ফেলার কেউ নেই। আমি আশা করবো, মান-অভিমান ভুলে গিয়ে আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সকলে বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ হবেন।
|আরো খবর
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) রাতে ফরিদগঞ্জ উপজেলার চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বাছির আহমদের নেতৃত্বে ইউনিয়ন সদস্য বিএনপি নেতাকর্মীরা তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসলে তিনি এ কথাগুলো বলেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, গুপ্টি পশ্চিম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্বাস গাজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল পাটওয়ারী, সাবেক যুগ্ম আহ্বায়ক মানিক পাটওয়ারী, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর ছবুর রুবেল, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য বোরহান উদ্দিন, ইউছুফ হোসেনসহ বিভিন্ন স্তরের নেতকমীরা।








