প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৯:৪০
আপিলে প্রার্থিতা ফিরে পেলেন চাঁদপুর-২-এর মুফতি মানসুর আহমদ সাকী

চাঁদপুর-২ (মতলব উত্তর- দক্ষিণ) সংসদীয় আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখার প্রার্থী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি জেনারেল মুফতি মানসুর আহমদ সাকী আপিল শুনানিতে তাঁর প্রার্থিতা ফিরে পেয়েছেন।
|আরো খবর
শনিবার (১০ জানুয়ারি ২০২৬) বেলা ১২টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়াম (বেজমেন্ট-২)-এ অনুষ্ঠিত শুনানিতে তাঁর দায়ের করা আপিল আবেদন মঞ্জুর করেন নির্বাচন কমিশন। এ সময় কমিশন তাঁর দাখিলকৃত মনোনয়নপত্রকে বৈধ ঘোষণা করে।
এর আগে মনোনয়ন যাচাই-বাছাইয়ে হলফনামায় স্বাক্ষর না থাকার কারণে চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করেছিলেন। পরে তিনি ওই সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল করেন।
আপিলে মনোনয়ন বৈধ ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মুফতি মানসুর আহমদ সাকী সন্তোষ প্রকাশ করেন। গণমাধ্যমে দেয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, আলহামদুলিল্লাহ আপিলে নির্বাচন কমিশন আমাকে বৈধ ঘোষণা করেছেন।
তিনি আরও বলেন, আইনানুগ ও শান্তিপূর্ণভাবে নির্বাচনী মাঠে থেকে জনগণের কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের আদর্শ ও কর্মসূচি তুলে ধরবো । সেই সাথে অবহেলিত মতলববাসীর প্রত্যাশা পূরণে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।মুফতী মানসুর আহমদ সাকীর প্রার্থিতা ফিরে পাওয়ায় এ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নতুন মাত্রা যোগ হয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।








