প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১৬:৩৭
মতলবে দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ৫০ বছরপূর্তিতে সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি ২০২৫) মাদ্রাসা সংলগ্ন মাঠে মাদ্রাসার প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের আয়োজনে সম্পন্ন হয়েছে এ সুবর্ণজয়ন্তী।
প্রাক্তন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং সহ-সভাপতি এম. এ. মালেক প্রধান ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী, মাদ্রাসার জমিদাতা হাজী সফর আলীর সন্তান আলহাজ্ব মো. আব্দুল ওয়াহাব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. মকবুল হোসাইন, সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. মোয়াজ্জেম হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী হাফেজ মো. সোলায়মান, মাদ্রাসার শিক্ষক মাওলানা নুরুজ্জামান। বক্তব্য রাখেন সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক মো. কবির হোসেন দেওয়ান, সদস্য ও ব্যবসায়ী ঈমাম হোসেন সুমন, সাবেক লাইব্রেরিয়ান আব্দুল হামিদ, ছাত্রকল্যাণ পরিষদের মহানগর উপ-কমিটির সভাপতি মো. ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। সার্বিক সহযোগিতায় ছিলেন আবুল কালাম আজাদ, আল আমিন ফুয়াদ, খোরশেদ আলম, প্রভাষক হাফেজ মো. জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা মুকবুল হোসেন।
সুবর্ণজয়ন্তীর র্যালি মতলব শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে সমাপ্ত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে ৫০ বছরপূর্তি অনুষ্ঠানের সমাপ্ত হয়।
পুরো অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, প্রাক্তন শিক্ষার্থী, সুধীজন, বর্তমান শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্যাপশনঃ মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আব্দুল ওয়াহাবের সাথে প্রাক্তন শিক্ষার্থী ও ছাত্রকল্যাণ পরিষদের সদস্যবৃন্দ।








