শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২০:১৫

কচুয়ায় মনিরুজ্জামান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

মো. আলমগীর তালুকদার
কচুয়ায় মনিরুজ্জামান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত

কচুয়ায় কলেজ পর্যায়ে রহিমানগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ স্বাক্ষরিত পত্রে মো. মনিরুজ্জামানকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করা হয়।

অধ্যক্ষ মো. মনিরুজ্জামান জানান, কলেজ গভর্নিং বডির সভাপতি কচুয়ার কৃতী সন্তান মহিলা দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবীর পরামর্শে কলেজে পাঠদান কার্যক্রম সুন্দরভাবে চলছে । আমার সাফল্যের জন্যে কলেজ গভর্নিং বডির সভাপতিসহ সকল সদস্য, প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাসীর প্রতি আমি কৃতজ্ঞ। প্রতিষ্ঠানের সুখ্যাতি ধরে রাখতে কলেজের অধ্যক্ষ মো. মনিরুজ্জামান সকলের সহযোগিতা কামনা করেছেন।

উল্লেখ্য, মো. মনিরুজ্জামান ২০১২ সালের ২৩ এপ্রিল উপাধ্যক্ষ হিসেবে কলেজটিতে যোগদান করেন। পরবর্তীতে ২০২৩ সালের ১৪ আগস্ট একই কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করে দক্ষতার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়