প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ২০:০৮
ড্যাফোডিল স্মার্ট সিটিতে আড়াই হাজার নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-এর আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট সিটি’ ক্যাম্পাসে শুক্রবার (৯ জানুয়ারি ২০২৬) স্প্রিং ২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের জন্যে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। প্রায় আড়াই হাজার নবীন শিক্ষার্থীর অংশগ্রহণে আয়োজিত এই বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে তাদের শিক্ষাজীবনের আনুষ্ঠানিক সূচনা হয়।
|আরো খবর
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এমআর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিবিএল গ্রুপের থ্রেডস অ্যান্ড এক্সেসরিজ ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেন (সিএসসিএম, এমসিআইপিএস, সিপিএলএম)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং অফিস অব দ্য স্টুডেন্টস’ অ্যাফেয়ার্স-এর উপদেষ্টা মো. মঞ্জুরুল হক। মিস ফাহমি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানটি এক আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলো বিশ্ববিদ্যালয়ের সফল অ্যালামনাইদের অংশগ্রহণে অভিজ্ঞতা বিনিময় সেশন। এতে ন্যাপটেক ল্যাবস লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর মো. মুসাব্বির হোসেন, প্রাণ-আরএফএল গ্রুপের ম্যানেজার ফারজানা কবির বীথি, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড-এর স্টাফ করেসপন্ডেন্ট মো. জিয়াউর রহমান, সোলার ম্যান বাংলাদেশ-এর সিইও ইঞ্জিনিয়ার শেখ মোহাম্মদ মোস্তফা এবং দ্য ওয়েস্টিন ঢাকা-এর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মো. সাজ্জাদ উল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন। তারা নবীন শিক্ষার্থীদের সঙ্গে বাস্তব কাজের অভিজ্ঞতা ও ক্যারিয়ার গঠনের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের ড্যাফোডিল স্মার্ট সিটির আধুনিক প্রযুক্তি ও অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহার করে নিজেদের দক্ষ ও আত্মবিশ্বাসী পেশাজীবী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে নবীনদের ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেয়া হয় এবং কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্যে শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এছাড়া গত বুধবার (৭ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আশা প্রকাশ করে যে, এই ওরিয়েন্টেশন প্রোগ্রাম নবীন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিবেশের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে এবং তাদের ভবিষ্যৎ লক্ষ্য অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।







