শুক্রবার, ০৯ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৬, ১৯:৩১

দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ঠাণ্ডায় কাবু চায়ের জনপদ

মৌলভীবাজার প্রতিনিধি।।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে, ঠাণ্ডায় কাবু চায়ের জনপদ

দিনে রোদের দেখা মিললেও সন্ধ্যার পর হিমেল বাতাসে বাড়তে থাকে শীতের তীব্রতা। রাত যতো গভীর হতে থাকে তাপমাত্রা নামার পাশাপাশি বাড়তে থাকে শীতের তীব্রতা। এমন অবস্থায় চায়ের দেশ মৌলভীবাজারে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রচণ্ড ঠাণ্ডায় স্বাভাবিক চলাফেরা ব্যাহত হচ্ছে এবং চরম দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষরা।

দরিদ্র-হতদরিদ্ররা ঠাণ্ডায় ভুগলেও সরকারি-বেসরকারিভাবে শীতবস্ত্র বিতরণের উদ্যোগ চোখে পড়েনি। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৫) শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড করেছে। শ্রীমঙ্গল আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিছুর রহমান বলেন, ‘তাপমাত্রা কমে যাওয়ায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৭ ডিগ্রি রেকর্ড হয়েছে শ্রীমঙ্গলে। বুধবার (০৭ জানুয়ারি) সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮.৬ ডিগ্রি। গত ১ জানুয়ারি সকাল ৬টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৯.৬ ডিগ্রি সেলসিয়াস ও ২ জানুয়ারি তাপমাত্রা ছিলো ১২ ডিগ্রি, ৩ জানুয়ারি ১২.২ ডিগ্রি, ৪ জানুয়ারি ৯.৫ ডিগ্রি, ৫ জানুয়ারি ১২.৫ ডিগ্রি ও ৬ জানুয়ারি ১৪.৫ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।

এদিকে ঠাণ্ডায় হাওর এলাকার কৃষক ও চা বাগান শ্রমিকরা পড়েছেন বিপাকে। এছাড়াও শিশু ও বৃদ্ধরা ঠাণ্ডাজনিত বিভিন্ন সমস্যায় ভুগছেন। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা ডা. সিনথিয়া তাসনিম বলেন, শীতজনিত রোগীর ভিড় থাকছেই প্রতিদিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়