বুধবার, ০৭ জানুয়ারি, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬, ২০:২৫

হাজীগঞ্জে আগুনে পুড়লো দুটি বসতঘর

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে আগুনে পুড়লো দুটি বসতঘর

হাজীগঞ্জে আগুনে দুটি বসতঘর পুড়েছে। রোববার (৪ জানুয়ারি ২০২৬) দিবাগত রাতে এ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের কালচোঁ মধ্যপাড়া মনসুর আলী মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে। এতে ওই বাড়ির রহিম ও করিমের বসতঘরসহ ঘরে থাকা মালামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, হাড় কাঁপানো শীতের মধ্যে করিমের পরিবারের সদস্যরা একটু আগেভাগেই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। হঠাৎ ঘরের ভেতরে আগুনের লেলিহান শিখা দেখে সবাই দৌড়ে ঘর থেকে বেরিয়ে ডাকচিৎকার শুরু করেন। সাথে সাথে এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করলেও আগুনের ভয়াবহতার কাছে তারা ছিলেন অসহায়। ততক্ষণে পাশের রহিমের বসতঘরেও আগুন ধরে যায়।

ঘটনার বেশ কিছু পরে হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় একঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে দুটি বসতঘর, ঘরে থাকা আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকা, তৈজসপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে যায়।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, আগুন লাগার খবর শুনে রাতেই সেখানে যাই। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কীভাবে সহায়তা করা যায় সে বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়