প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ১৯:৫৩
একশ' পরিবারে ফরিদগঞ্জের মানবসেবা সংস্থার শীতবস্ত্র বিতরণ

তীব্র শীত ও শৈত্য প্রবাহে বিপর্যস্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মানবসেবা সংস্থা (HSO)। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) সকালে ফরিদগঞ্জ উপজেলার উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সংগঠনের উদ্যোগে ১শ' শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের প্রতিষ্ঠাতা ও পরিচালক আল আমিন আহমেদের সভাপতিত্বে এবং সভাপতি সাজ্জাদ সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা মো. শরিফ হোসেন পাটওয়ারী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. তাসলিমা আক্তার সিদ্দিকা, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য মো. মোস্তফা কামাল, বিশিষ্ট সমাজসেবক মো. তরিক উল্যাহ মিয়াজী এবং সততা সমাজসেবা ফাউন্ডেশনের সভাপতি খান সোহেল।
বক্তব্যে অতিথিরা বলেন, তীব্র শীতের এই সময়ে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি ও সামাজিক সংগঠনগুলোর সহযোগিতা অত্যন্ত প্রশংসনীয়। মানবসেবা সংস্থা (HSO) যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছে, তা সমাজের অন্যান্য সংগঠনের জন্যে অনুকরণীয় হয়ে থাকবে। অনুষ্ঠানে সংগঠনের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আকলিমা আহসান, সহ-সভাপতি মাইনউদ্দিন বেপারী, সাংগঠনিক সম্পাদক অন্তর চন্দ্র, প্রচার সম্পাদক রনি দেওয়ান এবং সাবেক সাধারণ সম্পাদক মো. তারেক। এছাড়া এই মানবিক কার্যক্রমে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন সংগঠনের সদস্য আঁখি আক্তার, তানিশা ইসলাম, নুরমিন আক্তার, আহমেদ রাকিব, তনু হোসেন, রায়হান ও মোবারকসহ অন্য সদস্যরা।
সংগঠনের পরিচালক আল আমিন আহমেদ জানান, মানব সেবা সংস্থা (HSO) নিয়মিতভাবে শীতবস্ত্র বিতরণের পাশাপাশি রক্তদান কর্মসূচি, বৃক্ষরোপণ এবং দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ সহায়তাসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উপদেষ্টা, দাতা সদস্য ও সংগঠনের সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় আজকের এই আয়োজন সফলভাবে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতেও মানবিক ও সামাজিক উন্নয়নে সংগঠনটি কাজ করে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।








