প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬, ২২:১৬
প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার শীতবস্ত্র বিতরণ

প্রথম আলো চাঁদপুর বন্ধুসভার নতুন কমিটির আয়োজনে প্রথম কর্মসূচি হিসেবে চাঁদপুরে শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শুক্রবার (২ জানুয়ারি ২০২৬) বিকেলে শহরের বড়স্টেশন এলাকার নদী ভাঙ্গনের শিকার ও চাঁদপুর শহরের বিভিন্ন এলাকা থেকে আগত দুঃস্থ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে একটি করে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি রোটারিয়ান ডা. মাসুদ হাসান, সিনিয়র সহ-সভাপতি ফাতেমা তানজিন, সহ-সভাপতি রাসেল সালাউদ্দিন সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুম পারভেজ ও মেহরীন আফরিন, সাংগঠনিক সম্পাদক রনি মাল, সহ-সাংগঠনিক সম্পাদক সায়মা আক্তার, অর্থ সম্পাদক শরীফুল হাসান, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর রহমান জনিসহ প্রথম আলো বন্ধুসভার বন্ধুরা। এর আগে সবাই রেলস্টেশন চত্বরে কেক কেটে বন্ধুসভার যুগ্ম সাধারণ সম্পাদক মেহরীন আফরিনের জন্মদিন পালন করেন।








