প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২১:৪৯
শাহমাহমুদপুরে ইদ্রিস পাঠান মেমোরিয়াল স্কুলের পুরস্কার বিতরণ

অত্যন্ত আনন্দঘন পরিবেশে চাঁদপুর সদরের শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারিতে মরহুম মজিবুর রহমান পাঠান (হারুন স্যার) প্রতিষ্ঠিত ইদ্রিস পাঠান মেমোরিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) স্কুল মাঠে অতিথি, অভিভাবক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের চাঁদপুর জেলা প্রতিনিধি মির্জা জাকির।
প্রতিষ্ঠানের পরিচালক শওকত আরা মুন্নীর সভাপতিত্বে ও কেতুয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক মো. মজিবুর রহমান ঢালীর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন মহামায়া হানাফিয়া উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলহাজ্ব মো. আবদুল বারী পাটওয়ারী, শাহমাহমুদপুর বিএনপির সাবেক সহ-সভাপতি ও ইউপি সদস্য কবির হোসেন রনি, ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন পরিষদের সদস্য নাজির হোসেন, লাকি আক্তার, যুবদল নেতা জাফর আহমেদ প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আবু রফিকুল হক।
প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক সেলিনা আক্তার, শিউলী বর্ধন, জান্নাতুল ফেরদৌসী, সোনিয়া আক্তার সনি, তানজিনা আক্তার, বিথী ইসলাম ও আরজু আক্তারের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানটি আরো প্রাণবন্ত হয়। পরে অতিথিবৃন্দ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মেধাবীদের মাঝে শিক্ষা উপকরণসহ পুরস্কার এবং অন্যান্য শিক্ষার্থীর মাঝে সান্ত্বনা পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে এ বছরের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরে সবাইকে নিয়ে মধ্যাহ্নভোজে আপ্যায়িত করা হয়।
অতিথিবৃন্দ।








