প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩১
শাহরাস্তিতে সিটি ব্যাংকের উপ-শাখা উদ্বোধন

শাহরাস্তি উপজেলায় সিটি ব্যাংকের উপ-শাখার উদ্বোধন হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি প্লাজার ২য় তলায় এ ব্যাংকের উদ্বোধন হয়।
হাজীগঞ্জ শাখা সিটি ব্যাংকের ক্যাশিয়ার মনিরা সুলতানার সঞ্চালনায় ও শাহরাস্তি উপ-শাখার ম্যানেজার ইলিয়াছ মজুমদারের ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিটি ব্যাংকের আঞ্চলিক কর্মকর্তা রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ সিটি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার আল আমিন, এসএমই এরিয়া ম্যানেজার মোহাম্মদ নুরুজ্জামান, কাস্টমার সার্ভিস অফিসার আসমা আক্তার, বিএনপি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজী, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম হৃদয়সহ শাহরাস্তি উপজেলার বিভিন্ন ব্যবসায়ী।








