সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৯

মঙ্গলবার রাত ১২টা থেকে চাঁদপুরের চার উপজেলায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চাঁদপুর কণ্ঠ রিপোর্ট।।
মঙ্গলবার রাত ১২টা থেকে চাঁদপুরের চার উপজেলায় ২৪ ঘন্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

চাঁদপুর গ্যাস বিতরণ লাইন এবং হাজীগঞ্জ ও চাঁদপুর টাউন বোর্ডারিং স্টেশন (টিবিএস)-এর জরুরি রক্ষণাবেক্ষণ/লাইন মেরামত/কারিগরি উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্যে মঙ্গলবার (৩০/১২/২৫ খ্রি.) দিবাগত রাত ১২টা থেকে ৩১ ডিসেম্বর বুধবার দিবাগত রাত ১২টা পর্যন্ত মোট ২৪ ঘন্টা আবাসিক, বাণিজ্যিক, ‍শিল্প, ক্যাপটিভ ও সিএনজি শ্রেণীর গ্রাহকদের আঙ্গিনায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে। ফলে উক্ত লাইনের আওতাধীন চাঁদপুর সদর, মতলব, হাজীগঞ্জ ও শাহরাস্তি এলাকার সকল শ্রেণীর গ্রাহকগণের আঙ্গিনায় বুধবার সারাদিন গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটবে। এ সময়ে গ্রাহকদের দৈনন্দিন কার্যক্রমে যে সাময়িক অসুবিধা হতে পারে সেজন্যে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এক জরুরি বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানায়, নির্ধারিত কাজ সম্পন্ন হওয়ার সঙ্গে সঙ্গে যথাসম্ভব দ্রুত গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করা হবে, সেক্ষেত্রে বন্ধের সময়সীমা কম-বেশি হতে পারে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়