প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৪১
চাঁদপুর-১ আসনে ইসলামী ফ্রন্ট মনোনীত
মোমবাতির প্রার্থী নাছির উদ্দিনের মনোনয়ন দাখিল
অনলাইন ডেস্ক

চাঁদপুর-১ আসনে মনোনয়ন ফরম জমা দিচ্ছেন ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে (কচুয়া) বৃহত্তর সুন্নী জোট সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী মোহাম্মদ নাছির উদ্দিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তাঁর প্রতীক হচ্ছে মোমবাতি। তিনি রোববার (২৮ ডিসেম্বর ২০২৫) বিকেলে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকারের কাছে তাঁর কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দেন।
প্রার্থীর সাথে এ সময় উপস্থিত ছিলেন আহলে সুন্নাত ওয়াল জামাআত কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব আবদুল হক মাস্টার, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কচুয়া উপজেলার সভাপতি মাওলানা মো. ইমাম হোসাইন, সাধারণ সম্পাদক মাওলানা শাহজালাল প্রধান ও সহ-সভাপতি মাওলানা মো. মাসুদ হোসাইন আল আবেদী।






