প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৯:৪১
হাজীগঞ্জে একইদিনে নানী-নাতনির মৃত্যু

হাজীগঞ্জে একইদিনে পৃথক ঘটনায় নানী-নাতনির মৃত্যু হয়েছে। আগুনে পুড়ে মারা যাওয়া পেয়ারা বেগম (৭০) পৌরসভাধীন ৮নং ওয়ার্ডের টোরাগড় গ্রামের দক্ষিণ পাড়ার আলী মিয়ার স্ত্রী এবং পেয়ারা বেগমের নাতনি মিতা আক্তার (২৫) একই এলাকার মো. সুমনের মেয়ে।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, গত শুক্রবার (২৬ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় অগ্নিদগ্ধ নানী পেয়ারা বেগম (৭০) এবং একইদিন সকালে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে নাতনি মিতা আক্তারের মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে নিজ বাড়ির ছাদে আগুন পোহাতে গিয়ে অসাবধানতাবশত তার পরিধেয় কাপড়ে আগুন ধরে যায়। এতে তিনি অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্বজনরা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে ঢামেকের বার্ন ইউনিটে রেফার করা হয়।
এদিকে মিতা আক্তারের স্বামী মারা যাওয়ার পর তার দু সন্তানকে নিয়ে নানী পেয়ারা বেগমের বাড়িতে বাসা ভাড়া করে থাকতেন। গত শুক্রবার তিনি গৃহস্থালির কাজ করতে গিয়ে পুকুরে পানিতে ডুবে মারা যায় মিতা। ধারণা করা হচ্ছে, তিনি পাকা ঘাটলায় পা পিছলে পড়ে পুকুরের পানিতে তলিয়ে যান এবং সাঁতার না জানায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুল জব্বার জানান, খবর পেয়ে ওই বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। এর মধ্যে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের জন্যে পরিবারের সদস্যরা আবেদন করেছিলেন।








