শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   ফরিদগঞ্জের সাহার বাজারে অগ্নিকাণ্ডে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান পুঢ়ে ছাই, নিহত এক দোকান কর্মচারি

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:১৯

ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের কমিটি গঠন

ফরিদগঞ্জ ব্যুরো।।
ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরামের কমিটি গঠন

ফরিদগঞ্জ পৌরসভার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা, নাগরিক অধিকার সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার নিশ্চিতকরণ, প্রশাসনের সঙ্গে গঠনমূলক সহযোগিতা এবং সামাজিক সচেতনতা তৈরির লক্ষ্যে ফরিদগঞ্জ পৌর নাগরিক ফোরাম গঠিত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫) এই অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও নিরপেক্ষ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। শিক্ষানুরাগী, সমাজকর্মী, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ফোরামের নেতা মো. মোশাররফ হোসেন নান্নু কে আহ্বায়ক, সাবেক শিক্ষক জাকির হোসেন পাটওয়ারীকে যুগ্ম আহ্বায়ক এবং গবেষক ও লেখক মো. ইমাম হোসেনকে সদস্য সচিব করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন নান্নু জানান, এই কমিটি ফরিদগঞ্জ পৌরসভার বিভিন্ন নাগরিক সমস্যা চিহ্নিত করে তা নিরসনে পৌরসভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ ও সমন্বয়ের মাধ্যমে কাজ করবে। কমিটিতে বিভিন্ন পেশার প্রতিনিধিত্বশীল সচেতন নাগরিকদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়