প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০৪
আজ শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন

আজ বুধবার (২৪ ডিসেম্বর ২০২৫) শাহরাস্তি প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল
|আরো খবর
১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মঈনুল ইসলাম কাজল। সাধারণ সম্পাদক পদে ফয়েজ আহমেদ ও কামরুজ্জামান সেন্টু প্রতিদ্বন্দ্বিতা করছেন। সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামাল হোসেন ও মহি উদ্দিন।
নির্বাচন সম্পন্নের লক্ষ্যে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রেসক্লাবের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সরকারি কোনো কর্মকর্তাকে রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এছাড়াও প্রিজাইডিং-পুলিং অফিসার নিয়োগ দেয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও প্রাণবন্ত করতে সকল সদস্য এটিকে নির্বাচন উৎসব হিসেবে দেখছেন।
জানা গেছে, এ নির্বাচন পর্যবেক্ষণ করতে চাঁদপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিভিন্ন পত্রিকার সম্পাদক ও জেলার বিভিন্ন উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দকেও আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। উৎসবমুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করতে রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
রিটার্নিং অফিসার ও উপজেলা আইসিটি কর্মকর্তা মো. শাহজাহান জানান, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আশা করি, একটি মডেল নির্বাচন উপহার দিতে পারবো।
শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজল বলেন, আমরা নির্বাচনকে উৎসব হিসেবে দেখছি। প্রার্থীদের মাঝে উৎসবমুখর নির্বাচনী আমেজ লক্ষ্য করছি। এখানে জয়/পরাজয় থাকবে, তবে কেউ হেরে যাবে না, আমাদের সকলের দায়িত্ব বৃদ্ধি পাবে। আশা করি এ নির্বাচনে সাংবাদিকদের ঐক্য মজবুত হবে।







