প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ০৯:০১
কুমিল্লা গিরিধারী সংঘের এক যুগপূর্তিতে চলছে হরিনাম সংকীর্তন

কুমিল্লা শ্রী শ্রী গিরিধারী সংঘের এক যুগপূর্তি উপলক্ষে নগরীর বজ্রপুর ইউসুফ স্কুল রোডস্থ শ্রী শ্রী আনন্দময়ী কালী বাড়ি প্রাঙ্গণে চলছে অখণ্ড শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন।
|আরো খবর
এ উপলক্ষে ২৩ ডিসেম্বর ২০২৫ (মঙ্গলবার) হতে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার পর্যন্ত অবিরাম শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন এবং ২৬ ডিসেম্বর শুক্রবার অষ্টকালীন লীলা কীর্তন এবং শেষদিন ২৭ ডিসেম্বর শনিবার স্ব পার্ষদ শ্রী মন মহাপ্রভুর ভোগারাধনা (৬৪ মহন্তের ভোগ) শেষে উৎসবে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ হবে। অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন চট্টগ্রাম শ্রী শ্রী কৃষ্ণানন্দ মঠাধ্যক্ষ শ্রীল শ্রীকৃষ্ণ দাস বাবাজি মহারাজ।
শ্রী শ্রী তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন পরিবেশন করছেন পটুয়াখালী হতে আগত দ্বাদশ রাখাল সম্প্রদায়, খুলনা অদৈত্ব সম্প্রদায়, ঢাকা শ্রীনন্দন সম্প্রদায়, গোপালগঞ্জ রাধামাধব সম্প্রদায়, ভোলা সত্য সনাতন সম্প্রদায় ও শ্যামল কৃষ্ণ সম্প্রদায়, মাগুরা মা প্রতিমা সম্প্রদায় ও কুমিল্লা গিরিধারী সম্প্রদায় এবং অষ্টকলীন লীলা কীর্তন পরিবেশন করবেন নওগাঁ হতে আগত স্বরূপানন্দ দাস (সনৎ) ও শ্রীমতি প্রণতী দেবী (পপি), মাগুরা হতে আগত শ্রী সুবোধকৃষ্ণ দাস ও সূদুর কলকাতা হতে আগত শ্রীমতি অসিমা ঘোষ।
ওই মহতী অনুষ্ঠানের প্রতিটি পর্বে সনাতনী সকলের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা একান্তভাবে কামনা করেছেন উৎসব উদযাপন কমিটির নেতৃবৃন্দ।







