বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৩২

মতলব উত্তরে কৃষি খাস জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

মাহবুব আলম লাভলু।।
মতলব উত্তরে কৃষি খাস জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদণ্ড
মতলব উত্তর উপজেলায় কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

মতলব উত্তর উপজেলায় খাস জমি থেকে মাটি কাটার অপরাধে তিনজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার ষষ্ঠ খণ্ড বোরচর এলাকায় এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।

জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ষষ্ঠ খণ্ড বোরচর এলাকায় অবৈধভাবে কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান, কৃষিজমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদ বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কৃষি আবাদি ও খাস জমিতে মাটি কাটা আইনত অপরাধ। তাই অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়