প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ২১:৩২
মতলব উত্তরে কৃষি খাস জমির মাটি কাটায় ৩ লাখ টাকা অর্থদণ্ড

মতলব উত্তর উপজেলায় খাস জমি থেকে মাটি কাটার অপরাধে তিনজনকে ৩ লাখ টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেলে উপজেলার ষষ্ঠ খণ্ড বোরচর এলাকায় এ ঘটনা ঘটে। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ।
|আরো খবর
জানা যায়, মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) বিকেল ৩টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মতলব উত্তর উপজেলাধীন মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন বন্ধ করার লক্ষ্যে কোস্টগার্ড ও নৌ পুলিশের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ষষ্ঠ খণ্ড বোরচর এলাকায় অবৈধভাবে কৃষি খাস জমির মাটি কাটার অপরাধে তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় মোট ৩ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্ল্যাহ জানান, কৃষিজমির সুরক্ষা ও অনাবাদি জমি আবাদ বিষয়ে প্রশাসনের সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে। কৃষি আবাদি ও খাস জমিতে মাটি কাটা আইনত অপরাধ। তাই অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আজ তিনজনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ৩ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।






