প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৫, ১৯:০৬
চাঁদপুর সদর উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা
সরকারি কার্যক্রম বাস্তবায়নে নির্ধারিত কাঠামোর মধ্যেই কাজ করতে হবে
— ইউএনও এসএমএন জামিউল হিকমা

চাঁদপুর সদর উপজেলা পরিষদের ডিসেম্বর ২০২৫ মাসের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর ২০২৫) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা। তিনি তাঁর বক্তব্যে বলেন, যেহেতু প্রশাসনিক সরকার রাজনৈতিক সরকার নয়, তাই উপজেলা পরিষদের সিদ্ধান্ত ও সরকারি কার্যক্রম বাস্তবায়নের জন্যে নির্ধারিত কাঠামোর মধ্যেই কাজ করতে হবে।
|আরো খবর
ইউএনও বলেন, সিদ্ধান্ত গ্রহণ, আর্থিক শৃঙ্খলা রক্ষা, উন্নয়নমূলক কাজের সমন্বয় ও বাস্তবায়ন এবং সরকারের নির্দেশনা নিশ্চিত করার দায়িত্ব পালনে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দিষ্ট ছকের মধ্যে পরিচালিত হতে হবে। মানসম্মত উন্নয়ন কাজ বজায় রাখতে হবে। কোনো রকম অনিয়ম বরদাশত করা হবে না।
উপজেলা প্রকৌশলী রাহাত আমিন পাটওয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সাল, কৃষি অফিসার তপন রায়, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মির্জা ওমর ফারুক, চাঁদপুর সিএসডি ব্যবস্থাপক জাহাঙ্গীর আলম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শিহান পারভেজ, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার রবিউল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আবু সাঈদ চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুমন কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আফতাবুল ইসলাম, সমাজসেবা অফিসার মো. জামাল উদ্দিন, প্রকৌশলী (জনস্বাস্থ্য) জাহিদুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার নাজমুন্নাহার প্রমুখ।
সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।






