শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫, ১৪:৫২

হাজীগঞ্জে কাদা থেকে টেনে তোলা হলো নারীর মরদেহ

হাজীগঞ্জে কাদা থেকে টেনে তোলা হলো নারীর মরদেহ
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে কাদা মাটি থেকে টেনে তোলা হলো ফুলমতি বেগম (৭৫) নামের এক নারীর মরদেহ। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) ভোরে পুকুরের কাদা মাটিতে দেবে থাকাবস্থায় পুতুল ভেবে মরদেহের সন্ধান পায়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। ঘটনাটি ঘটে দ্বাদশ গ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নাসিরকোট গ্রামের পশ্চিম মাঠের পাশের একটি পরিত্যক্ত পুকুরে। এর একদিন আগে এ নারী মেয়ের বাড়ি থেকে নিখোঁজ হন। ফুলমতি বেগম মতলব দক্ষিণ উপজেলার উপাদি গ্রামের মৃত আশরাফ আলী মিয়াজীর স্ত্রী।

নিহত নারীর মেয়ে পিয়ারা বেগম জানান, পাশের চাপাতিয়া গ্রামের আমার বাড়িতে গত ৭ দিন আগে মাকে নিয়ে আসি। শুক্রবার (১৯ নভেম্বর ২০২৫) দুপুরে মাকে গোসল করিয়ে রোদে বসিয়ে আমি অন্য কাজে গেলে মাকে আর খুঁজে পাইনি। মাকে না পেয়ে আমি বিকেলে এলাকায় মাইকিং করাই। রাতভর কোনো খোঁজ খবর পাইনি। সকালে ফেসবুকে খবর পেয়ে এসে দেখি মা এখানে মরে পড়ে আছে। তিনি আরো বলেন, আমার মা মানসিক ভারসাম্যহীন ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য এরশাদ মিয়া জানান, কাদা মাটিতে পুতুল মনে করে, আর এখানে পুতুল আসবে কোথা থেকে এমন বিষয় নিয়ে উৎসুক লোকজন পুকুর পাড়ে ভিড় করে। খবর পেয়ে এসে জানতে পারি, নারীর লাশ কাদা মাটিতে দেবে আছে। পরে আমি পুলিশকে খবর জানাই।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর জব্বার জানান, খবর পেয়েই পুলিশ পাঠানো হয়েছে। আমি রওনা দিয়েছি, ঘটনাস্থলে যাচ্ছি। আইনী প্রক্রিয়াশেষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়