শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫, ২০:১৪

চাঁদপুর জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার।।
চাঁদপুর জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

চাঁদপুর জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের (রেজি. নং-১১০৭) নবনির্বাচিত কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর ২০২৫) রাতে নতুনবাজার বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইউসুফ আলী খলিফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহমান বেপারীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা রিকশাচালক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো. শাহজাহান খান, আব্দুল খালেক খলিফা, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন শেখ, সহ-সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা, আনোয়ার খলিফা, সাংগঠনিক সম্পাদক স্বপন সরদার, দপ্তর সম্পাদক শফিক কবিরাজ, প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, কোষাধ্যক্ষ শফিক মিজি, ক্রীড়া সম্পাদক শামছু গাজী, সমাজসেবা সম্পাদক হারুনুর রশিদ, লাইন সম্পাদক সুরুজ গাজী, সহ-লাইন সম্পাদক আব্দুস সালাম গাজী, কার্যকরী সদস্য মিজান মোল্লা, মিয়া রাজা, জামাল ভূইয়া, ইউনুস রাঢ়ী, হোসেন মোল্লা, খোকন বেপারী, বাবুল হোসেন, কাউছার শেখ, মিজান মাঝি ও দুলাল মাঝি।

সভায় নেতৃবৃন্দ বলেন, আগামীদিনে আমরা আমাদের রিকশাচালক শ্রমিক ইউনিয়নের উন্নয়নে কাজ করবো। আমাদের নিজস্ব কার্যালয় করতে হবে। লাইনে কোনো রিকশাচালকের কোনো সমস্যা হলে সবাইকে এগিয়ে যেতে হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়