বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ২০:৪৬

মমিনপুরে মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারীর কম্বল বিতরণ

সোহাঈদ খান জিয়া।।
মমিনপুরে মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারীর কম্বল বিতরণ

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিনপুর (রামচন্দ্রপুর) গ্রামে বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন (লাতু) পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের দুবারের নির্বাচিত সাবেক কমান্ডার আলহাজ্ব আবুল কালাম চিশতী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সম্মানিত সদস্য ও বাগাদী ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. শহীদুল্লাহ মোল্লা।

এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন (লাতু) পাটোয়ারী, মুক্তিযোদ্ধা সফিউল্লাহ মোল্লা, হাফেজ মো. জসিম পাটোয়ারী, ব্যবসায়ী মো. ফয়সাল বিন নাছির, মো. জাকারিয়া খান, শাহাদাত পাটোয়ারী, হাফেজ মো. মনু পাটোয়ারী ও ইমাম মো. হাবিব বেপারীসহ পরিবারের সদস্য। এলাকার দুই শতাধিক অসহায় ও শীতার্তদের মাঝে কম্বল প্রদান করা হয়।

উল্লেখ্য, মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন পাটোয়ারী প্রতিবছর ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করে আসছেন। পাশাপাশি

প্রতিবছর রমজান মাসেও ইফতার সামগ্রী বিতরণ করে থাকেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়