প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১৪:০৩
মহামায়া বাজারের ব্যবসায়ীর ওপর হামলা, লুট

চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজারের ব্যবসায়ী সাজ্জাদুল হক পাটোয়ারী (সোহাগ)-এর ওপর হামলা ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যা ৭ টার সময়।
আহত ব্যবসায়ী সাজ্জাদুল হক পাটোয়ারী (সোহাগ) জানান, বাজারের ব্যবসায়ীদেরকে নিয়ে মহামায়া বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমবায় সমিতি করি। এ সমিতিতে বহিরাগতদেরকে সদস্য করার জন্যে একটি পক্ষ চাপ সৃষ্টি করে। এ নিয়ে ঘটনার দিন বিকেলে বাজারে একটু ঝামেলা হয়। পরে সেই ঝামেলা মিট হয়ে যায়। সন্ধ্যা ৭ টার সময় বাজার থেকে বাড়িতে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে ৬/৭ জন যুবক এসে হঠাৎ কিল ঘুষি, লাথি মারতে থাকে। ইট দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। এমনকি হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে। আমার ডাক চিৎকার শুনে লোকজন এগিয়ে আসলে তারা পালিয়ে যায়। এ সময় আমার সাথে থাকা ২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে যায়। পরে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর আড়াইশ' শয্যাবিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।








