প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫
বিজয় দিবসে প্যাপিরাস পাঠাগারের আলোচনা সভা ও কবিতাপাঠ

মহান বিজয় দিবস উপলক্ষে প্যাপিরাস পাঠাগারের উদ্যোগে আলোচনা সভা ও কবিতাপাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর শহরের জেএম সেনগুপ্ত রোডস্থ চাঁদ টাওয়ারে অবস্থিত প্যাপিরাস পাঠাগার কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পাঠাগারের উপদেষ্টা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণির সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান পরিচালক মিজানুর রহমান স্বপন, উপ-সভাপতি ফেরারী প্রিন্স, উপদেষ্টা দিলীপ ঘোষ, সদস্য নাজমুল ইসলাম, খেলাঘর চাঁদপুরের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর কবির কাঞ্চন, ভাসানী সামাজিক সাংস্কৃতিক সংঘের কর্ণধার সাইফুল ইসলাম রাজিব, সাহিত্যানুরাগী আকবর হোসেন লিটন, তুষার আহম্মেদ রিয়াজ, জুলেখা আক্তার, ইকবাল সর্দার, সোলায়মান বেপারী সুমন ও আবদুল বাতেন।
কবিতা পাঠ করেন আছিয়া আক্তার মিথিলা ও রোজিনা ইসলাম।
পাঠাগারের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট রফিকুজ্জামান রণি বলেন, তিরিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন একটি রাষ্ট্র পেয়েছি। বীর যোদ্ধারা আমাদের দেশ দিয়ে গেছেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব এখন আমাদের।
তিনি আরও বলেন, আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্বকে মুছে দেওয়ার অনেক ষড়যন্ত্র হয়েছে। এদেশের মানুষ বারবার সে ষড়যন্ত্র তছনছ করে দিয়েছে। আগামীতেও কোনো ষড়যন্ত্রকারী আমাদের স্বাধীনতা ছিনতাই করে নিতে পারবে না।
সভাপ্রধান মোহাম্মদ শাহ আলম বলেন, মুক্তিযুদ্ধের বিভীষিকাময় দিনগুলো আমি নিজ চোখে দেখেছি। চোখের সামনে অসংখ্য মৃতদেহ ভেসে যেতে দেখেছি। সেসব স্মৃতি মনে পড়লে এখনও শরীর কাঁটা দিয়ে উঠে। ১৬ ডিসেম্বরের মহান বিজয়ের মধ্য দিয়ে আমরা ঘাতকদের হাত থেকে রেহাই পেয়েছি।
অনুষ্ঠানে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রাণবন্ত আলোচনায় অংশ নেন বক্তারা। অনেকে আক্ষেপ করে বলেছে, আগে দেখতাম বিজয় দিবসে আমাদের 'অঙ্গীকারে'র পাদদেশ সারাদিন ফুলে ফুলে একাকার হয়ে থাকতো। এই দিনটিতে স্থানটি ছিলো অত্যন্ত সংরক্ষিত এলাকা। অথচ আজ এর বিপরীত চিত্র চোখে পড়লো। খুব অশনিসংকেত এগুলো। সব শেষে চা-চক্রের আয়োজন করা হয়।







