বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩

বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার।।
বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা

চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) দুপুরে পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মো. রবিউল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পুলিশ, চাঁদপুর অঞ্চল-এর পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান।

অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ধর্মগ্রন্থ থেকে পাঠ ও নিহত শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর ১৮ জন জীবিত ও ৪২ জন মৃত সহ মোট ৬০ জন বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যগণকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী প্রদান করা হয়। অতঃপর উপস্থিত সকলকে নিয়ে পুলিশ সুপার মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। এ সময় তিনি বীর পুলিশ মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যদের বিভিন্ন সমস্যার কথা মনোযোগ সহকারে শোনেন এবং সমাধানের জন্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিরা নূর,

অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. লুৎফর রহমান, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ছবি ক্যাপশন- মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষে চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে বীর পুলিশ মুক্তিযোদ্ধাগণের সংবর্ধনা অনুষ্ঠানে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার ও পুলিশ সুপার মো. রবিউল হাসান।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়