সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

১২ থেকে হবে ১৮ ফুট চওড়া

কাজ শুরু হয়েছে ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের

এমরান হোসেন লিটন
কাজ শুরু হয়েছে ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের

দীর্ঘদিনের চাওয়া পাওয়া ফরিদগঞ্জ-চান্দ্রা-ওয়াপদা সড়ক কবে হবে সংস্কার ও প্রশস্তকরণ--এমন প্রশ্ন ছিলো ফরিদগঞ্জবাসীর মনে। কারণ এই সড়কটি ছিলো ফরিদগঞ্জ সদরের সাথে ফরিদগঞ্জ উপজেলার উত্তর-পূর্বাঞ্চলের মানুষের একমাত্র যোগাযোগের মাধ্যম। যার কারণে এই সড়কটি এই অঞ্চলের হাজার হাজার যাতায়াতকারীর জন্যে একটি গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম সড়ক হয়ে উঠেছে। কিন্তু দীর্ঘদিন সড়কটির কোনো সংস্কার না হওয়ায় এবং ব্যস্ততম সড়ক হিসেবে যে পরিমাণ প্রশস্ত হওয়ার কথা ছিলো তা ছিলো না। আর যানবাহনের মালিক এবং যাতায়াতকারীদের চাহিদার কথা বিবেচনা করেই সড়কটির কাজ শুরু করেছে ফরিদগঞ্জ উপজেলা এলজিইডি অফিস।

উপজেলা এলজিইডি অফিস সূত্রে জানা গেছে, এই সড়কটি ফরিদগঞ্জ সদর হতে গাজীপুর-চান্দ্রা হয়ে চাঁদপুর- চান্দ্রা-রামগঞ্জ আঞ্চলিক সড়কের চান্দ্রা ব্লু ডাক্তার ব্রিজ পর্যন্ত ৯ কি. মি. সড়ক ১৮ ফুট চওড়া হবে এবং এই সড়কে অবস্থিত মোট সাতটি ছোট-বড় ব্রিজ কালভার্ট নতুন করে আরো প্রশস্তকরণ ও মজবুতভাবে করা হবে। সড়কের কাজ ক’দিন আগেই শুরু করা হয়েছে। এই সড়কের কাজ শেষ হওয়ার কথা রয়েছে ২০২৭ সালের জানুয়ারি মাসের আগে। সড়কের এই কাজে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ২২ কোটি টাকা। সড়কের কাজের টেন্ডার পেয়েছেন এমআরসি- এবি-এমআরএল (জেবি), ১৪৭ মতিঝিল বা/এ, সুলতান বিল্ডিং (৩য় তালা) ঢাকা। যার কাজ করাচ্ছেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের কৃতী সন্তান শাহজালাল মিশন।

সড়কটির এমন ব্যাপক উন্নয়নে এই অঞ্চলের অনেকের মধ্যে মো. মিজান মেম্বার, বাদল ঢালী, শরিফ হোসেন সহ অনেকে বলেন, ফরিদগঞ্জ-চান্দ্রা সড়ক এই অঞ্চলের জন্যে একটি ব্যস্ততম ও অতি গুরুত্বপূর্ণ সড়ক। দীর্ঘদিন সড়কটি খানাখন্দে ভরপুর ছিলো এবং ব্যস্ততম সড়ক হিসেবে এই সড়কটি ছিলো সরু। শুনেছি সড়কটি বর্তমানে ১৮ ফুট চওড়া করে কাজ শুরু করা হয়েছে। যার কারণে আমরা এই অঞ্চলের মানুষ খুবই খুশি।

ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবরার আহমেদ বলেন, চট্টগ্রাম বিভাগের আওতাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন সড়ক উন্নয়নে প্রশস্তকরণ ও

শক্তিশালীকরণের আওতায় ফরিদগঞ্জ-চান্দ্রা সড়কের ৯ কিলোমিটার সড়ক ১২ থেকে ১৮ ফুট প্রশস্তকরণের কাজ ইতোমধ্যেই শুরু হয়েছে। আশা করছি এই কাজটি আগামী ২৭ সালের জানুয়ারি মাসের আগেই শেষ হবে। এই অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে এই সড়কটি অতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়