প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ২১:৫৫
সনাক-এসিজি-ইয়েস অভিজ্ঞতা বিনিময় সভা
সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয়

দুর্নীতির ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে সচেতন ও সোচ্চার করে দুর্নীতির বিরুদ্ধে একটি কার্যকর সামাজিক আন্দোলন গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে টিআইবির অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ও দুর্নীতিবিরোধী আন্দোলনের মূল চালিকাশক্তি একঝাঁক তরুণকে নিয়ে গঠিত ইয়েস গ্রুপ চাঁদপুরে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন পরিচালনা করছে। এছাড়া দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে তৃণমূল পর্যায়ে বিস্তারের লক্ষ্যে গঠন করা হয়েছে প্রতিষ্ঠানভিত্তিক ১১টি এসিজি গ্রুপ। সনাক-চাঁদপুর স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে সরকারি-বেসরকারি ও অন্যান্য সেবামূলক খাত বা প্রতিষ্ঠানে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে দুর্নীতি রোধ, স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে।
|আরো খবর
প্যাক্টা প্রকল্পে খাতভিত্তিক এবং ইস্যুভিত্তিক কার্যক্রমের অভিজ্ঞতাভিত্তিক পর্যালোচনা; সনাক, এসিজি ও ইয়েস গ্রুপের সমন্বয়ে কমিউনিটি মনিটরিংসহ খাতভিত্তিক কার্যক্রম বাস্তবায়নকে গতিশীল ও কার্যকর করা এবং সনাকের কার্যক্রম বাস্তবায়নে এসিজি ও ইয়েস গ্রুপের সহযোগিতার ক্ষেত্রসমূহ সনাক্ত করার মাধ্যমে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার লক্ষ্যে সচেতন নাগরিক কমিটি (সনাক), চাঁদপুর, অ্যাক্টিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) ও ইয়েস সদস্যদের অংশগ্রহণে শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে সনাক-এসিজি-ইয়েস অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। দুর্নীতিবিরোধী আন্দোলনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপর আলোচনা করেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য কাজী শাহাদাত। সনাক কার্যক্রম, সফলতা, চ্যালেঞ্জ ও সুপারিশ সম্পর্কে আলোচনা করেন টিআইবি’র এরিয়া কো-অর্ডিনেটর মো. মাসুদ রানা। 'দুর্নীতিবিরোধী আন্দোলনের অর্জন. চ্যালেঞ্জ ও উত্তরণে করণীয়' শীর্ষক খাত ভিত্তিক দলীয় কাজ পরিচালনা করেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার। দুর্নীতিবিরোধী আন্দোলন ও পরবর্তী করণীয় বিষয় নিয়ে আলোচনা করেন টিআইবি’র চট্টগ্রাম ক্লাস্টার কো-অর্ডিনেটর- সিই মোহাম্মদ জসিম উদ্দিন।
সভাপতির বক্তব্যে সনাক সভাপতি মো. আলমগীর পাটওয়ারী বলেন, আমরা যারা আজ এ সভায় উপস্থিত হয়েছি, আমরা সবাই চাই দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আর সে লক্ষ্যেই আমরা চাঁদপুরে সনাক-ইয়েস-এসিজি দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন চালিয়ে যাচ্ছি। তিনি আরও বলেন, সনাকের মূল চালিকাশক্তি হলো ইয়েস গ্রুপ যারা সনাক ও এসিজির মধ্যে মেলবন্ধন তৈরি করেছে। শিক্ষা, স্বাস্থ্য ও ভূমিখাতে ১১টি এসিজি গ্রুপ তৃণমূল পর্যায়ে দুর্নীতিবিরোধী আন্দোলন ছড়িয়ে দিতে কমিউনিটি মনিটরিংসহ প্রতিষ্ঠানগুলোর সেবার মান বৃদ্ধি করা, প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। সনাকের পক্ষ থেকে ইয়েস ও এসিজি গ্রুপের সকল সদস্যদেও তিনি ধন্যবাদ জানান।
এছাড়া সনাক সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষ্ণা সাহা, এবিএম নজরুল আমিন সাজু, সবিতা বিশ্বাস, রফিক আহমেদ মিন্টু, আসিফ-উল-ইসলাম, লীলা মজুমদার। এছাড়া দুর্নীতিবিরোধী শপথবাক্য পাঠ করান সনাকের সাবেক সভাপতি অধ্যক্ষ মোশারেফ হোসেন। শপথ পাঠের মাধ্যমে সকলের সম্মিলিত প্রচেষ্টায় দুর্নীতিবিরোধী আন্দোলনকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়।
সনাক সদস্য মো. হাবিবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি অ্যাড. পলাশ মজুমদার, সাবেক সহ-সভাপতি কৃঞ্চা সাহা ও সবিতা বিশ্বাস। সভার সমাপনী পর্বে শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করেন সনাকের সাবেক সভাপতি ও সদস্য অধ্যক্ষ মো. মোশারেফ হোসেন।
অভিজ্ঞতা বিনিময় সভায় এসিজি ও ইয়েস সদস্যগণ খাতভিত্তিক দলীয় কাজ উপস্থাপন করেন। এসিজির ভূমি বিষয়ক দলীয় কাজ উপস্থাপন করেন ভূমি বিষয়ক এসিজির মারজাহান আক্তার ও রাজিব দাস। স্বাস্থ্য বিষয়ক দলীয় কাজ উপস্থাপন করেন সদর হাসপাতালকেন্দ্রিক এসিজির মাইনুল ইসলাম মানিক ও হানারচর উপ-স্বাস্থ্য কেন্দ্র বিষয়ক এসিজির মহি কর্মকার। প্রাথমিক শিক্ষা বিষয়ক দলীয় কাজ উপস্থাপন করেন গুয়াখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রিক এসিজির নাজমুল হোসেন ও ভরঙ্গারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রিক এসিজির শাহজাদী আক্তার এবং মাধ্যমিক শিক্ষা বিষয়ক দলীয় কাজ উপস্থাপন করেন কৃঞ্চপুর জোহরা বালিকা বিদ্যালয়কেন্দ্রিক এসিজির মো. মাসুদ হোসেন ও নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রিক এসিজির নিশাত তানজিম ঐশী। ইয়েস বিষয়ক দলীয় কাজ উপস্থাপন করেন ইয়েস সদস্য মো. আকরাম হোসেন ও শৈলী দাস রূপালি। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উপজেলা ভূমি অফিসকেন্দ্রিক এসিজি সদস্য খোদেজা বেগম, মৈশাদী স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রবিষয়ক এসিজি সদস্য মো. মাহফুজ উল্লাহ ফাহিম, নুরিয়া পাইলট উচ্চ বিদ্যালয়কেন্দ্রিক এসিজি সদস্য নিশাত তানজিম ঐশী ও হানারচর উপ-স্বাস্থ্যকেন্দ্রিক এসিজি গ্রুপের সমন্বয়কারী মো. ইমাম হোসেন। ইয়েস গ্রুপের পক্ষে বক্তব্য রাখেন শৈলী দাস রূপালি। অভিজ্ঞতা বিনিময় সভায় সনাক-ইয়েস-এসিজি গ্রুপের ১২৬ জন সদস্য অংশগ্রহণ করেন।








