শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ১৫:০২

মতলবে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের বর্ষপূর্তিতে ইউএনও কেএম ইশমাম

অনলাইন ডেস্ক
মতলবে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের বর্ষপূর্তিতে ইউএনও কেএম ইশমাম
মতলবে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের বর্ষপূর্তি উপলক্ষে সদস্যদের জ্যাকেট উপহার দেয়া হয়।

সাংবাদিকদের প্রধান করণীয় হলো পেশাগত সততা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রেখে সংবাদ পরিবেশন করা

রেদওয়ান আহমেদ জাকির।। মতলব দক্ষিণ উপজেলায় সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের প্রথম বর্ষপূর্তি পালন করা হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) রাতে মতলব পৌরসভার অডিটোরিয়ামে সাংবাদিক অধিকার ও কল্যাণ পরিষদের বর্ষপূর্তির অনুষ্ঠানে সংগঠনের চেয়ারপারসন গোলাম সারওয়ার সেলিমের সভাপতিত্বে ও মহাসচিব মাহফুজ মল্লিকের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

তিনি বলেন, সাংবাদিকদের প্রধান করণীয় হলো পেশাগত সততা, নিরপেক্ষতা ও সত্যনিষ্ঠা বজায় রাখা। এছাড়া জনগণের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া এবং জনগণের আস্থা অর্জন করা, একই সাথে, নিজেদের শারীরিক ও আইনি নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রের ঝুঁকি মোকাবিলা করা এবং সময়ের সাথে সাথে ডিজিটাল দক্ষতা ও গবেষণার জ্ঞান বাড়িয়ে পেশাদারিত্ব উন্নত করাই হচ্ছে মূল ধারার সাংবাদিকতা।

তিনি আরো বলেন, সাংবাদিকদের সাথে প্রশাসনের নিবিড় সম্পর্ক থাকলে সমাজ ব্যবস্থার আমূল পরিবর্তন এবং উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করা সহজ হয়। আমার চাকুরি জীবনে যেখানেই ছিলাম সাংবাদিকদের সাথে খুবই সুসম্পর্ক ছিলো। এ উপজেলায়ও আপনাদের সাথে সে সম্পর্ক অব্যাহত রেখে মতলবের সার্বিক উন্নয়নসহ সবধরনের সেবামূলক কাজ করবো ইনশাআল্লাহ। এ সংগঠনে যেসব সাংবাদিক রয়েছেন,

আপনাদের ঐক্য এবং কার্যক্রম দেখে আমার কাছে খুব ভাল লেগেছে।আপনারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করবেন, প্রশাসন আপনাদের পাশে থাকবে।

সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরো বলেন, ভুল তথ্য ও গুজব সংবাদ প্রচার থেকে সবাই বিরত থাকতে হবে। তথ্য যাচাই করে নির্ভুল ও নিরপেক্ষভাবে প্রতিবেদন তৈরি করা, কোনো পক্ষপাতিত্ব না করা সাংবাদিকদের উল্লেখযোগ্য কাজ ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাফিজুর রহমান মানিক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মতলব পৌর নির্বাহী মো. ছাইফুর রহমান ও সহকারী প্রকৌশলী ফেরদৌস আহমেদ।

এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহকারী চেয়ারপারসন ও দৈনিক সমকালের প্রতিনিধি মো. ইকবাল হোসেন, সংগঠনের সদস্য, দৈনিক মানবজমিন ও চাঁদপুর দর্পণের বার্তা সম্পাদক শ্যামল চন্দ্র দাস, যুগ্ম মহাসচিব ও দৈনিক চাঁদপুর কণ্ঠের মতলব ব্যুরো ইনচার্জ রেদওয়ান আহমেদ জাকির, সদস্য ও সুদীপ্ত চাঁদপুরের মতলব দক্ষিণ প্রতিনিধি ফজলে রাব্বি ইয়ামিন, সদস্য ও দৈনিক সংবাদের সহ-সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রধান, সদস্য ও সাপ্তাহিক অরুণোদয়ের ভারপ্রাপ্ত সম্পাদক সাইয়্যেদুল আরেফিন শ্যামল, সদস্য ও প্রাইম টিভির মতলব প্রতিনিধি ডি এম আলাউদ্দিন।

উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত সদস্য মো. লোকমান হাবিব, দৈনিক প্রিয় চাঁদপুরের প্রতিনিধি সাইফুর রহমান সবুজ, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মোজাম্মেল প্রধান হাসিব, দৈনিক কালবেলা ও প্রভাতী কাগজের প্রতিনিধি আল-আমিন ভূঁইয়া, দৈনিক চাঁদপুর জমিনের প্রতিনিধি মো. ফয়সাল খন্দকার, দৈনিক আলোকিত চাঁদপুরের মতলব প্রতিনিধি মো. রবিউল ইসলাম এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মহিউদ্দিন খান।

অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন সংগঠনের সদস্য মো. মিজানুর রহমান।

আলোচনা শেষে সংগঠনের সদস্যদের মাঝে উপহার সামগ্রী প্রদান করা হয়। পরে কেক কাটা ও রাতের খাবারের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়