শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১২ ডিসেম্বর ২০২৫, ০১:০৫

স্টেশন মাস্টার মারুফ হোসেনের ওপর হামলা, আটক ১

স্টেশন মাস্টার মারুফ হোসেনের ওপর হামলা, আটক ১
অনলাইন ডেস্ক

চাঁদপুরে মামলা চলমান অবস্থায় রেলওয়ের জায়গায় পাকা স্থাপনা নির্মাণে বাধা প্রদান করায় স্টেশন মাস্টার মারুফ হোসেন দুর্বৃত্তের হামলায় আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের কয়লাঘাট এলাকার মেঘনা ডিপোর বিপরীত পাশে এ ঘটনাটি ঘটে। হামলার অভিযোগে ভাই ভাই ট্রেডার্সের ম্যানেজার পাভেলকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

জানা যায়, চাঁদপুর জেলার চাঁদপুর সদর উপজেলাধীন চাঁদপুর মিউনিসিপ্যালিটি মৌজার বিএস ৩৪নং খতিয়ানভুক্ত বিএস ১০৪০৯নং দাগের ২.৩৪৩৭ একর ভূমিসহ মোট ৫.০১৯২ একর ভূমির মালিকানা স্বত্ব নিয়ে বাংলাদেশ রেলওয়ে ও পাটকল কর্পোরেশন, চাঁদপুর-এর মধ্যে মামলা চলমান রয়েছে। তা সত্ত্বেও উক্ত বিএস দাগের ২.৩৪৩৭ একর রেলভূমির অন্তর্গত ৬৩৩ বর্গফুট জায়গায় (১) মো. মোশারফ হোসেন, পিতা হাজী আবদুল হাকিম মুফতি, ব্যবস্থাপনা পরিচালক, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, সাং ৪১ ইস্কাটন গার্ডেন, পুরাতন এলিফ্যান্ট রোড, রমনা, ঢাকা; (২) দেলোয়ার হোসেন, মোবাইল : ০১৭৩৭৭৬২৮১০, লিগ্যাল অ্যাডভাইজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, ৩৫ নং ঘাট, সদর, চাঁদপুর এবং (৩) পাভেল রহমান, পিতা মিন্টু শেখ, ম্যানেজার, মেসার্স ভাই ভাই ট্রেডার্স, ৩৫ নং স্ট্যান্ড রোড, সদর, চাঁদপুর মামলা চলমান থাকাবস্থায় পাকা স্থাপনা নির্মাণের জন্যে মাটি কেটে লে-আউট প্রস্তুত করছিলেন। এমন সংবাদে বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. মারুফ হোসেনের নেতৃত্বে জিআরপি, রেলওয়ে নিরাপত্তা বাহিনী এবং আইডব্লিউ প্রতিনিধি ঘটনাস্থলে গিয়ে কাজ না করতে নিষেধ করেন। এ সময় স্টেশন মাস্টার মারুফের ওপর হামলা করা হয়। পরে বিষয়টি চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করলে এসআই আল-আমিন ঘটনাস্থল থেকে ম্যানেজার পাভেলকে আটক করে থানায় নিয়ে আসেন। স্টেশন মাস্টার মারুফ হোসেন আহত অবস্থায় চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসা নেন।

জানা যায়, সিভিল আপিল ২০৩/২০১৬, মহামান্য হাইকোর্ট বিভাগ, ঢাকা, বাংলাদেশ রেলওয়ে বনাম পাটকল কর্পোরেশন মামলায় বাংলাদেশ রেলওয়ের পক্ষে নিষেধাজ্ঞার আদেশ মঞ্জুর হয়েছে (দেওয়ানি মামলা নং ০৮/২০০২, জেলা জজ আদালত, চাঁদপুর; এফএ নং ১৭৪/২০০৫, হাইকোর্ট বিভাগ, ঢাকা হতে উদ্ধৃত)। সূত্র : বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তার কার্যালয়, বাংলাদেশ রেলওয়ে, পাহাড়তলী, চট্টগ্রাম; পত্র নং ডিইও/সিভিল আপিল/২৩৩/২০১৬/হাইকোর্ট, তারিখ: ০৭.০৯.২০২৫ খ্রি.।

চাঁদপুর কোর্ট স্টেশনের পশ্চিমে রেলওয়ে কি. মি. ১৭৯/৫-৬-এর মাঝে ৫নং ঘাট এলাকায় রেললাইনের দক্ষিণ পাশে জনৈক মো. মোশাররফ হোসেন রেলওয়ে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অবৈধভাবে রেলভূমিতে পাকা ঘর নির্মাণ করেন। স্টেশন মাস্টার, এসআই ও আএনবি নির্মাণকাজে বাধা প্রদান করলে কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা করা হয়। এ বিষয়ে লাকসামের রেলওয়ের উর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী মো. শহিদুল্লাহ জিআরপি থানায় একটি অভিযোগ দায়ের করেন।

স্টেশন মাস্টার মো. মারুফ হোসেন জানান, আদালতে মামলা চলমান অবস্থায় রেলওয়ের ভূমিতে কাজ করা হচ্ছে এমন সংবাদে ঘটনাস্থলে যাই। মামলা নিষ্পত্তি ছাড়া কাজ না করতে বললে ভাই ভাই ট্রেডার্সের ম্যানেজার পাভেলের নেতৃত্বে হামলা করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ওসি (তদন্ত) মিন্টু দত্ত বলেন, রেলওয়ের সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে বলে জানা যায়। আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়