বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫, ২১:১৭

দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও র‌্যালি

বাদল মজুমদার ॥
দলিত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন ও র‌্যালি

বিশ্ব মানবিক মর্যাদা দিবস ও আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে দলিত জনগোষ্ঠী চাঁদপুর জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ ডিসেম্বর ২০২৫) জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান গেট সংলগ্ন এলাকায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার চাঁদপুর জেলা শাখা সভাপতি দীপক রবি দাস। তিনি বলেন, জাতীয় সংসদে সাধারণ ও সংরক্ষিত আসনে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবিতে আমাদের এ মানববন্ধন।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা স্বপন রবি দাস, কার্তিক রবি দাস, সহ-সভাপতি খোকন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক শ্রী তরুণ দাস, সাংগঠনিক সম্পাদক দীপ্ত দাস, মহিলা সম্পাদিকা বাসন্তি রাণী দাস, সদস্য শান্ত দাস, তপন রবি দাস, অজয় রবি দাস বিশু, রাজিব, বাবুল রবি দাস প্রমুখ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়