প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৪০
রেলওয়ে কিন্ডারগার্টেনে ঈদে মিলাদুন্নবী উদযাপন

রেলওয়ে কিন্ডারগার্টেন, চাঁদপুর-এর উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) ১৪৪৭ হিজরী উপলক্ষে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
সোমবার (৮ সেপ্টেম্বর ২০২৫) সকালে স্কুলের হলরুমে এ আয়োজন করা হয়। স্কুলের শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের নিকট হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম, তাঁর জীবনের অলৌকিক ঘটনা এবং নবীজীর গুরুত্ব ও তাঁর আদর্শ তুলে ধরেন। শিক্ষকরা বলেন, তিনি সকল মানুষের জন্যে মুক্তি, শান্তি, ন্যায়ের প্রতীক। তাঁর দেখানো পথে চললে দুনিয়া ও আখিরাতে পাওয়া যাবে অনন্তকালের শান্তি। তাঁর দেখানো পথে চলতে আহ্বান জানান শিক্ষকরা।
স্কুলের ছাত্র-ছাত্রীরা নবীজীর জন্যে নাত, মিলাদ পড়েন, নবীজীর স্মরণে সকলেই আবেগাপ্লুত হয়ে যান এবং নবীজীর জন্যে সম্মিলিতভাবে দু হাত তুলে দোয়া করেন মহান আল্লাহতায়ালার কাছে। সবশেষে তবররুক বিতরণ করা হয়।