প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:১৯
ফরিদগঞ্জে সরকারি সম্পত্তি প্রভাবশালীর দখলে
আদালতের আদেশ বাস্তবায়ন হয় নি দু বছরেও

ফরিদগঞ্জে ইউনিয়ন ভূমি অফিসের নাকের ডগায় সরকারি জমি দখলে রেখেছে এক প্রভাবশালী। এ জমি ২ বছর আগে আদালত দখলে নেওয়ার নির্দেশ প্রদান করেন। সেই নির্দেশ গত দু বছরেও বাস্তবায়ন করতে পারেনি উপজেলা প্রশাসন।
|আরো খবর
ঘটনার সূত্রে জানা যায়, উপজেলার ১০ নং গোবিন্দপুর ইউনিয়ন ভূমি অফিসের ঠিক সামনে সরকারি জমি দখল করে বহুতল ভবন নির্মাণ করেছে এক প্রভাবশালী। সেই জমি নিয়ে সরকারের পক্ষে আদালতে মামলা দায়ের করেন স্থানীয় বাসিন্দা এমরান হোসেন। যার মামলা নং ১৯৮/২৩। সেই মামলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুরের আদালত রায় প্রদান করেন ২২শে মে ২০২৩ তারিখে। সেই রায়ে সরকারি জমি দখলে নেওয়ার জন্যে ওসি ফরিদগঞ্জ, এসি ল্যান্ড ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ প্রদান করা হয়। কিন্তু সে নির্দেশ আজও বাস্তবায়ন হয় নি। এতে হতাশ স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় লোকজন বলেন, সরকারি সম্পত্তি দখল করে বহুতল ভবন নির্মাণ করা হয়েছে। তার ঠিক সামনেই ইউনিয়ন ভূমি অফিস। কিন্তু, তারা কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। নিরূপায় স্থানীয় বাসিন্দা এমরান বাদী হয়ে মামলা দায়ের করেন। সেই মামলার রায়ে সরকারি জমি প্রমাণিত হয়েছে। কিন্তু সরকারিভাবে কোনো ব্যবস্থাগ্রহণ করা হয় নি। স্থানীয়দের ধারণা, প্রশাসনের কর্তা ব্যক্তিরা হয়তো কোনো কারণে চুপ হয়ে আছে, যেটি খুবই দুঃখজনক।
অত্র ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা গুলশান আরা ইয়াসমিন বলেন, আদালতের নির্দেশে পরে আমরা একটি দেওয়ানী মামলা দায়ের করি, যার মামলা নং ৩৫৬/২৩। উক্ত জমির উপরে আমরা আদালতের একটি স্থায়ী নিষেধাজ্ঞা চেয়েছি এবং রিসিভার নিয়ে কথা বলেছি। আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রশ্নে তিনি বলেন, আমরা আদালতের শরণাপন্ন হয়েছি। আদালত থেকে দখল উচ্ছেদের ব্যবস্থা গ্রহণ করবো।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া বলেন, এ বিষয়ে আমি এসি ল্যান্ডকে বলবো ব্যবস্থাগ্রহণ করার জন্য। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আদালত তো নির্দিষ্ট কোনো সময় বেঁধে দেয়নি। তাই ব্যবস্থাগ্রহণ করা হয়নি।