বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৫

চাঁদপুরে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মহিলা দলের আলোচনা সভা

দলের দুঃসময়েও নারীরা পিছিয়ে ছিলো না

.... অ্যাড. সলিম উল্যাহ সেলিম

স্টাফ রিপোর্টার।।
দলের দুঃসময়েও নারীরা পিছিয়ে ছিলো না
চাঁদপুরে মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম।

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁদপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে চাঁদপুর জেলা বিএনপির কার্যালয়ে মহিলা দল চাঁদপুর জেলা শাখার আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিম। এ সময় তিনি বলেন,

চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় বর্তমানে মোট ভোটার ৫ লাখের মধ্যে ২ লাখ ৫৭ হাজারই মহিলা। আগামী দিনে এই ভোট আনার দায়িত্ব কিন্তু আপনাদের। আপনাদের বুঝতে হবে আপনারা কিন্তু বেশি সংখ্যক ভোটের প্রতিনিধিত্ব করছেন। যদি তারেক রহমানকে প্রধানমন্ত্রী, চাঁদপুর সদর আসনে শেখ ফরিদ আহমেদ মানিককে এমপি বানাতে চান, চাঁদপুরের পাঁচটি আসনে ধানের শীষের প্রার্থীদেরকে জয়লাভ করাতে হবে। সেই লক্ষ্য নিয়ে পুরুষের পাশাপাশি আমাদের নারী নেতাকর্মীদের এখন থেকেই বাড়ি বাড়ি গিয়ে মানুষকে বুঝাতে হবে, জনগণকে বিএনপির ম্যাসেজ পৌঁছাতে হবে এবং দলের পক্ষে সক্রিয়ভাবে কাজ করতে হবে।

অ্যাড. সেলিম আরো বলেন, আগে আমাদের শত্রু ছিলো আওয়ামী লীগ। তাদের নেত্রী দেশ ছেড়ে পালিয়ে গেছে। এখন আমাদের শত্রু চিহ্নিত করতে হবে। এক সময় আমাদের শত্রু ছিলো আওয়ামী লীগ। কিন্তু এখনতো আওয়ামী লীগ নেই, তাহলে আমাদের শত্রু কে? আমাদের শত্রু হলো জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামের নারীরা কিন্তু মাঠে নেমে গেছে। তারা মানুষকে বোঝাচ্ছে, জামায়াতে ভোট দিলে নাকি বেহেস্তে যাওয়া যাবে। এই ভ্রান্ত ধারণা সম্পর্কে আপনারা মানুষকে বোঝাতে হবে। বিশেষ করে মহিলাদের বোঝাতে হবে। চাঁদপুরে মহিলা দলকে আরো শক্তিশালী করতে হবে।

তিনি বলেন,

"বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল দীর্ঘ ৪৭ বছর ধরে দেশের নারী সমাজকে সংগঠিত করে নারী অধিকার, গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগ ও সংগ্রাম এবং তারেক রহমানের নেতৃত্ব আমাদের পথ দেখায়।দলের দুঃসময়েও নারীরা পিছিয়ে ছিলো না। তারা রাজপথে, সভা-সমাবেশে এবং ঘরে-বাইরে সক্রিয়ভাবে অবদান রেখেছে।"

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা বিএনপির সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল ও খলিলুর রহমান গাজী। চাঁদপুর জেলা মহিলা দলের সভাপতি অ্যাড. মুনিরা চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তার পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাড. কোহিনুর বেগম, মহিলা বিষয়ক সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা সুপ্তা, পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক নাহিদা সুলতানা সেতু, সদর উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাছরিন রহমান।

এ সময় জেলা মহিলা দলের নেত্রী অ্যাড. ইয়াসমিন কচি, ফারজানা লাকি, শাহিনা আক্তার শানু , রেবেকা সুলতানা, জোহরা আনোয়ারা হীরা, ঈশিতা বেগমসহ মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়